করোনা: তিন মাসের বেতন দান করলেন আশরাফুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১০:৪১ এএম

আশরাফুল
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এবার বিসিবি থেকে তিন মাসের অগ্রিম বেতন পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের কারণে ২০১৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির বাইরে ছিলেন তিনি। তবে ২০১৮ সালে ফের ঘরোয়া ক্রিকেটে ফিরেন এবং বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে গণমাথ্যমকে তিনি বলেন, আমার কাছে মনে হয় সবারই এই কঠিন সময়ে এগিয়ে আসা উচিৎ। দেশের এমন মহামারি হয়েছে বলেই এমনটা করেছি। আমি বিসিবি থেকে আমার তিন মাসের বেতনের ৮৫ হাজার টাকা ইতোমধ্যেই দুস্থদের দান করে দিয়েছি। কারো মুখে যদি একটু হলেও হাসি ফোটে সেটা নিজের কাছেই ভালো লাগবে। অবশ্য এখানেই শেষ নয়। জানা গেছে, এমন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে নিজের স্মারক ব্যাট নিলামে তুলবেন তিনি।