ফের এমসিসির সভাপতি হচ্ছেন সাঙ্গাকারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২০, ০৫:২৮ পিএম

সাঙ্গাকারা
ফের মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি হচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সাত মাস আগে প্রথমবারের মতো ব্রিটিশ নাগরিকের বাইরে এমসিসির সভাপতি হন তিনি। এর মাধ্যমে ইতিহাসে সৃষ্টি করেন। এবার দ্বিতীয়বারের মতো সভাপতি হওয়ার মাধ্যমে নতুন আরেক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন তিনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে এমসিসির কমিটি সাঙ্গাকারাকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করবে। আগামী ২০ সেপ্টেম্বর তার সভাপতির মেয়াদ শেষ হবে। আগামী ২৪ জুন এমসিসির বার্ষিক মিটিং হবে। আর সেখানেই সদস্যদের ভোটে ঠিক হবে কে হবে এমসিসির নতুন সভাপতি।
এ বছরের ফেব্রুয়ারীতে সাঙ্গাকারার নেতৃত্বে পাকিস্তান সফর যায় মেরিলেবোন ক্রিকেট ক্লাব। যা ক্লাবটির ইতিহাসে ৪৭ বছর পর আবার প্রথমবারের মতো পাকিস্তান সফর ছিল। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে এমসিসির এই সফর বেশ কাজে দিবে ভবিষ্যতে।