×

খেলা

সৌরভকে আইসিসির সভাপতি দেখতে চায় কানেরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ০৫:০৮ পিএম

সৌরভকে আইসিসির সভাপতি দেখতে চায় কানেরিয়া

সৌরভ-কানেরিয়া

   

কদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীকে আইসিসির সর্বোচ্চ পদে দেখার আশা প্রকাশ করেছিলেন গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এ পরিচালক আইসিসি সভাপতি পদে সৌরভের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার পাকিস্তানের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি কানেরিয়াও সৌরভকে আইসিসি সভাপতি পদে দেখতে চান। ভারতের সাবেক অধিনায়ক এ পদে আসলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন করবেন কানেরিয়া।

এর আগে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ২০১২ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হন তিনি। ৬ বছর পর তা স্বীকার করেন। ইন্ডিয়া টিভিতে এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ' হ্যা, আমি আপিল করব (সৌরভ গাঙ্গুলী সভাপতি হলে)। আইসিসি তখন সবদিক থেকে আমাকে সাহায্য করবে বলে আশা করি।'

আইসিসি সভাপতি হিসেবে সৌরভের প্রতি সমর্থনও দিলেন লেগ স্পিনার কানেরিয়া। তিনি বলেন, সৌরভ গাঙ্গুলী অসাধারণ ক্রিকেটার। সে (ক্রিকেটারদের) সুরটা ধরতে পারে। আইসিসি সভাপতি পদে তার চেয়ে যোগ্য আর কেউ নেই। এখন সে বিসিসিআই সভাপতি, আইসিসি সভাপতি হলে ক্রিকেটকে এগিয়ে নেবে বলেই বিশ্বাস করি।'

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট অনেক বিতর্ক তুলেছেন কানেরিয়া। হিন্দু ধর্মের হওয়ায় পাকিস্তান দলে বৈষম্যের স্বীকার হওয়ার কথা জানিয়েছেন তিনি। তার প্রতি পিসিবির অবহেলার কথাও বলেছেন ৬১ টেস্টে ২৬১ উইকেট শিকারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App