শীত ও কুয়াশায় ত্রিদেশীয় সিরিজের সময় পরিবর্তন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ০৩:২৭ পিএম

আগামী ১৫ জানুয়ারি পর্দা উঠছে ত্রিদেশীয় সিরিজের। শীতের তীব্রতা ও কুয়াশার বিষয়টি চিন্তা করে সময় সূচি পরিবর্তন করা হয়েছে।প্রতিটি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টা ৩০ মিনিট থেকে। তবে প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। আর প্রথম খেলা ১৭ জানুয়ারি, শ্রীলঙ্কা আসবে ১৩ তারিখ।
এদিকে ত্রিদেশীয় সিরিজের অংশ হিসেবে নিজেদের মধ্যে ৫০ ওভারের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা। ঘোষিত ৩২ জনের খেলোয়াড়ের মধ্যে থেকে প্রথম ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। লাল দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান, আর সবুজ দলকে মাশরাফি বিন মুর্তজা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কৃত্রিম আলোয় প্রথম ম্যাচটা হবে ৬ জানুয়ারি। ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। ৯ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটাও হবে দিবারাত্রির।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
১৫ জানুয়ারি: বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৭ জানুয়ারি: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
১৯ জানুয়ারি: বাংলাদেশ-শ্রীলঙ্কা
২১ জানুয়ারি: শ্রীলঙ্কা জিম্বাবুয়ে
২৩ জানুয়ারি: বাংলাদেশ-জিম্বাবুয়ে
২৫ জানুয়ারি: বাংলাদেশ-শ্রীলঙ্কা
২৭ জানুয়ারি: ফাইনাল