পুরো বছরের বেতন একসঙ্গে পাচ্ছেন নারী ক্রিকেটাররা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২০, ০৬:০৬ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ নারী ক্রিকেটারদেরকে পুরো বছরের বেতন একসঙ্গে চলতি জুন মাসে দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরু থেকেই সাধারণ মানুষকে ত্রাণ সহায়তাসহ ক্রিকেটারদের পাশে ছিল বিসিবি। করোনার এই সঙ্কটকালেও নেই কারো বকেয়া বেতন এবং ছাঁটাই হয়নি কোনো কর্মচারী।
নারী ক্রিকেট দলের অপারেশন্স ইন-চার্জ তওহিদ মাহমুদ জানান, একসঙ্গে বেতন আমরা নিয়মিত দিয়ে থাকি। যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের প্রতিমাসে বেতন দিতেই হয় আমাদের। ছেলেরা ওদের বেতন প্রতি মাসে নেয়। আর ছেলেদের চেয়ে মেয়েদের বেতন কম হওয়ায় তাদের বেতন প্রতিমাসে না দিয়ে একবারে দিয়ে দেই।
তিনি বলেন, যেখানে বিশ্বের অনেক বোর্ড কর্মী ছাঁটাই করছে সেখানে বিসিবির এই উদ্যোগ প্রশংসার দাবিদার। যখন থেকে নারী দলের কয়েকজন প্লেয়ারকে চুক্তির আওতায় আনা হয়েছে তখন থেকেই আমরা বছরের বেতন একবারে দিয়ে দেই। আমরা চেষ্টা করছি এবার জুনের মধ্যেই দিয়ে দিতে। কারণ দেশের যে অবস্থা তাতে সবারই টাকা প্রয়োজন।
এর আগে বিসিবি প্রিমিয়ার লিগের সিলেকশন ক্যাম্পে থাকা সকল নারী ক্রিকেটারদের গত মার্চে ২০ হাজার টাকা দিয়ে সহায়তা করেছিল।