নাফিস ইকবাল করোনামুক্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০১:৪৮ পিএম

নাফিস ইকবাল
যতই দিন যাচ্ছে দেশে করোনাভাইরাসের দাপট বেড়েই চলেছে। প্রাণঘাতী ভাইরাস থেকে রেহাই পাচ্ছে না কেউই। তেমনি টাইগার দলের অনেকে এ ভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠছেন। গতকাল করোনা থেকে মুক্তি মিলেছে জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামের। আজ ফের করোনা মুক্তির খবর জানালেন বাংলোদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল।
প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে অবশেষে সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। চট্টগ্রামে নাফিসের সঙ্গে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার মা, দুই সন্তান ও গৃহকর্মী। তারা সবাই এখন করোনামুক্ত। এ বিষয়ে গণমাধ্যমে নাফিস নিজেই নিশ্চিত করেছেন।
কদিন আগে তামিম ইকবালের ভাই নাফিস ও তার পরিবারের সদস্যদের করোনাভাইরাস ধরা পড়ে। সে সময় অনেকে ধারণা করেছিল তামিম ইকবাল হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু পরে জানা যায় টাইগার ওপেনার সুস্থ আছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর তামিমের ভাই নাফিস ও মা বাড়িতেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তবে শুরুতে মা নুসরাত ইকবাল খানকে নিয়ে শঙ্কা থাকলেও সময়ে সঙ্গে সেটা কেটে গেছে।