রোমাঞ্চকর ম্যাচে ইউনাইটেডের জয়

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম

শুরুটা সাদা-মাটা হলেও ম্যাচের ২২তম মিনিটেই দুই গোলের লিড পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতিয়ার্ধে শুরু হয় সব রোমাঞ্চ। ৩-২ গোলে এগিয়ে থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করেছিল ইউনাইটেড।
কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ম্যাচে সমতা ফেরায় উলভারহ্যাম্পটন। দিশেহারা না হয়ে মাত্র ২ মিনিটের ব্যবধানে আবারও ম্যাচে লিড নেয় ইউনাইটেড। দলকে এ যাত্রায় রক্ষা করেছেন কোবি মাইনো। প্রায় একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করেছেন তিনি। রোমাঞ্চ শেষে তাই পূর্ণ তিন পয়েন্টই পেয়েছে এরিক টেন হাগের দল।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসকে ৪-৩ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৭ গোলের এ থ্রিলার জিতে পয়েন্ট তালিকার ৭ নম্বরে থাকল ইউনাইটেড। ২২ ম্যাচে ‘রেড ডেভিল’দের পয়েন্ট ৩৫। আর ১১ নম্বরে থাকা উলভসের পয়েন্ট ২৯।