করোনা আক্রান্ত জাতীয় দলের ওপেনার সাইফ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৩ পিএম

সাইফ হাসান।

করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের ট্রেনার নিক লিও।
শ্রীলঙ্কা সফরের আগে দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। এই সফরকে সামনে রেখে ১৭ ক্রিকেটার সহ ২৪ জনের করেনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে রয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ক্রিকেটারদের মধ্যে ওপেনার সাইফ হাসান করোনা আক্রান্ত। তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সঙ্গে করোনা পজিটিভ হয়েছেন দলের ইংলিশ ট্রেনার নিক লি।
[caption id="attachment_241263" align="aligncenter" width="687"]
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, আমরা রিপোর্ট পেয়েছি। নির্দেশিকা অনুযায়ী বিসিবি সিইওকে রিপোর্ট সম্বলিত মেইল ফরোয়ার্ড করে দিয়েছি। আমার সেটা জানানোর অনুমতি নেই।
এর আগে ক্রিকেটারদের গ্রুপ ভিত্তিক অনুশীলনের মধ্যে করোনা পজিটিভ হন দলের সঙ্গে থাকা বাংলাদেশি ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী। এরপরই কিছুদিনের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল থেকে আবার অনুশীলন শুরু হওয়ার কথা ছিল।