টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৯:৫২ এএম

ছবি: ইন্টারনেট
সিলেটে সিরিজের প্রথম ম্যাচে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক ডি সিলভা।
এদিকে, দীর্ঘ এক বছর পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে দুই পরিবর্তন নিয়ে টাইগাররা একাদশ সাজিয়েছে। বাদ পড়েছেন দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। দলে ঢুকেছেন সাকিব ও হাসান মাহমুদ। বাংলাদেশ খেলবে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে।
শ্রীলংকা দলে এসেছে এটি পরিবর্তন। ইনজুরির কারণে বাদ পড়েছেন কাসুন রাজিথা, একাদশে আছেন আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ একাদশ : জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শাহদাত হোসেন, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা(অধিনায়ক),লাহিরু কুমারা, প্রাবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো,আসিথা ফার্নান্দো।