জয়ের পরও জরিমানা গুনলেন হার্দিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পিএম

ছবি: সংগৃহীত
আইপিএলে যেভাবে রান হচ্ছে, তাতে পাঞ্জাব কিংসের জয়ের জন্য ১৯৩ রানকে বড় সংগ্রহ বলা যাবে না। তবে জাসপ্রীত বুমরাহ-জেরাল্ড কোয়েটজে জুটি নতুন বলে রীতিমতো আগুন ঝরালেন। তাতে মনে হয়েছিলো মুম্বাইয়ের রান পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে পাঞ্জাব। তবে আশুতোষ ও শশাঙ্কের শেষের ঝড়ে ম্যাচ জমিয়ে তুলে পাঞ্জাব। হিসেব-নিকেষ করেই বোলিং করতে হয়েছে মুম্বাইকে, তাতে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মুম্বাইয়ের জয়ের দিনে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন হার্দিক। স্লো ওভার রেটের কারণে মোট ১২ লাখ রুপি জরিমানা গুনছেন হার্দিক।
আরো পড়ুন: আইপিএল মাঝপথে ছাড়ায় পুরো টাকা পাবেন মুস্তাফিজ?
বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ বলেছে, মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের স্লো ওভারে রেটের কারণে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে।
হার্দিকের দল প্রথমবার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বোলিং করলে জরিমানা করা হয়। সেই নিয়মে মুম্বাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।