মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শততম ম্যাচ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ১২:৪১ পিএম

ত্রিদেশীয় সিরিজের আজ বুধবার শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ম্যাচের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এই ম্যাচে বাংলাদেশ নেই। বিসিবিও তেমন কোনো বিশেষ কিছুর আয়োজন করেন নি এই শততম ম্যাচ উৎযাপন উপলক্ষে। তবে, গ্রাউন্ডসম্যানদেরকে শততম ম্যাচ উপলক্ষ্যে আলাদা জ্যাকেট দেয়া হয়েছে।
২০০৬ সালের ৮ ডিসেম্বর মিরপুরে প্রথম আন্তর্জাতিক ম্যাচের মাধ্যামে ভেনু হিসেবে স্বীকৃতি পায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ওয়ানডে ফরম্যাটের ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আজ শততম ম্যাচেও রয়েছে জিম্বাবুয়ে। আজকের ম্যাচে খেলতে নামা হ্যামিলটন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর ২০০৬ সালের সেই ম্যাচেও খেলেছিলেন।
মিরপুরে টাইগারদের অনেক ইতিহাস রয়েছে। এই ভেন্যুতেই ওয়ানডেতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তাছাড়া এই ভেন্যুতেই টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।
মিরপুরেই ২০১২ ও ২০১৬ সালের এশিয়া কাপে ফাইনাল খেলেছিল টাইগাররা। ২০১১ সালে এখানে অনুষ্ঠিত হয়েছে আইসিসি বিশ্বকাপের ম্যাচ। ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা।
গত ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ওই ম্যাচে আট উইকেটের জয় পায় বাংলাদেশ। সিরিজের সব ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ২৭ জানুয়ারি।