×

খেলা

বিদায় বেলায় মুস্তাফিজকে যে উপহার দিলেন ধোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৬:১০ পিএম

বিদায় বেলায় মুস্তাফিজকে যে উপহার দিলেন ধোনি

ছবি: সংগৃহীত

   

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হয়েছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশে ফেরার পরদিন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আইপিএলে এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলেছেন মুস্তাফিজ। নতুন ফ্র্যাঞ্চাইজিতে প্রথম মৌসুমেই চমক দেখিয়েছেন তিনি। জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তেমন ভালো পারফর্ম করতে না পারলেও আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন বাঁহাতি এই পেসার। অনেকেই এর কৃতিত্ব দিচ্ছেন চেন্নাইয়ের মাস্টারমাইন্ড ধোনিকে। 

মুস্তাফিজও দেশে ফিরে ধোনিকে সবকিছুর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ভারতের সাবেক অধিনায়কের থেকে পাওয়া পরামর্শগুলো মনে রাখবেন বলেও জানিয়েছেন তারকা এই ক্রিকেটার। 

শুক্রবার (৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ধোনিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ফিজ।

আরো পড়ুন: বিশ্বকাপে সৈকতসহ যেসব আম্পায়ার থাকছেন

ফেসবুক পোস্টে ধোনির সঙ্গে একটি ছবি আপলোড করেছেন মুস্তাফিজ। সেখানে দেখা যাচ্ছে, নিজের স্বাক্ষর করা একটি জার্সি মুস্তাফিজকে উপহার দিচ্ছেন ধোনি। ছবির ক্যাপশনে ফিজ লিখেছেন, 'সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করা বিশেষ কিছু।'

তিনি আরো লিখেছেন, 'আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। আপনার অমূল্য পরামর্শগুলোর জন্য ধন্যবাদ, আমি সেগুলো মনে রাখব। সামনে আপনার সঙ্গে খেলতে এবং দেখা করতে উম্মুখ হয়ে আছি।'

প্রসঙ্গত, আইপিএলের এবারের মৌসুমে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ইকোনমি এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের এই পেসার। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য মাঝপথেই ফিরতে হয়েছে তাকে। সিরিজের আগেই দেশে ফিরলেও প্রথম তিন ম্যাচের জন্য বিশ্রাম দেয়া হয়েছে তাকে। চতুর্থ টি-টোয়েন্টি থেকে দলে ফিরতে পারেন ফিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App