টিভিতে দেখা যাবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৪, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত
ঝড় কেটে আলো ফোটার পর বাংলাদেশ ইউএসএ সিরিজ মাঠে গড়ানো নিয়ে কোন সংশয় নেই। টাইগার ভক্তদের এখন প্রশ্ন কীভাবে শান্তদের খেলা দেখবেন তারা। কোন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে এই সিরিজের সবগুলো ম্যাচ এবার সেই দুশ্চিন্তাও কেটে গেল। কারণ নিশ্চিত হয়ে গেছে ব্রডকাস্টিং চ্যানেলের নাম। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি মাঠে বসে উপভোগ করতে পারবেন ম্যাচগুলো। ঘোষণা করা হয়ে গেছে টিকেটের মূল্য তালিকাও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে টাইগাররা এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ এখন বিশ্বকাপের আগে শান্ত লিটনদের প্রস্তুতির বড় মঞ্চ।
৩ ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে মঙ্গলবার। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯ টায়।
টাইগারদের খেলা বলে কথা, তাই তো সরাসরি টিভি পর্দার সামনে বসে ম্যাচ দেখার অপেক্ষা ভক্ত ও সমর্থকরা। এতদিন যে প্রশ্নের উত্তর ছিল অজানা সেটাই জানা গেল এবার। বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে দেখা যাবে টাইগারদের খেলা। পুরো সিরিজে সরাসরি সম্প্রচার করবে টেলিভিশন চ্যানেলটি।
বাংলাদেশ দল যেখানেই খেলতে যায় না কেন প্রবাসী দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। যুক্তরাষ্ট্রেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যেই অনলাইনে টিকিট বিক্রির ধুম পড়ে গেছে। প্রতিটি টিকিটের মূল্য পনেরো ডলার। সঙ্গে যোগ হচ্ছে অনলাইন প্রসেসিং ফি ১ ডলার ৮৫ সেন্ট। সব মিলিয়ে বাংলাদেশের একেকটা ম্যাচ দেখতে ভক্তদের গুনতে হবে ১৭ ডলার ৮৫ সেন্ট। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ হাজার ৯০ টাকা।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৩ টি। একুশ মে প্রথম ম্যাচের পর সিরিজের বাকি ২ ম্যাচ মাঠে গড়াবে ২৩ ও ২৫ মে। সবগুলো খেলায় শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
ক্রিকেটে যুক্তরাষ্ট্র খুব বড় নাম না হলেও বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে তারা। তাই তো বাংলাদেশের জন্য কাজটা একেবারেই সহজ হবে না। ইতোমধ্যেই মাঠে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন শান্ত, সাকিব, রিয়াদরা।