আইপিএল
অবসরের সিদ্ধান্ত জানাতে সময় নিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৪, ১২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
এবারের আইপিএলের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন চেন্নাইয়ের অধিনায়কত্বের পর এই মৌসুমে খেলোয়াড় হিসেবেই খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও মাঠে তিনি ছিলেন তৎপর। আইপিএল থেকে চেন্নাইয়ের বিদায়ের পর এখন একটাই প্রশ্ন, ধোনিকে আর দেখা যাবে তো?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ রানে হেরেছে চেন্নাই। অনেকের মতে, আইপিএলে এটাই হয়ে গেল ৪২ বছর বয়সী ধোনির শেষ ম্যাচ। তবে এটি ধোনির শেষ ম্যাচ না–ও হতে পারে! খবর টাইমস অব ইন্ডিয়ার।
আরো পড়ুন: ক্রীড়া মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
টাইমস অব ইন্ডিয়াকে সূত্র বলেছে, ‘ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি, তার এটাই শেষ। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সে কয়েক মাস অপেক্ষা করবে বলে জানিয়েছে ম্যানেজমেন্টকে।’
চেন্নাই আশা করছে, তাদের ঘরের মাঠে চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলবেন ধোনি। বয়স হয়ে গেলেও ফিটনেস এখনো বেশ ভালোই ভারতের সাবেক এই অধিনায়কের। শেষ ম্যাচেও বেঙ্গালুরুর বিপক্ষে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ২৫ রান করেছেন। দৌড়ে দ্রুত রান নিতেও হাঁপিয়ে উঠছেন না।দৌড়ে রান নিতে অস্বস্তিবোধ করছে না এবং সেটা আশার কথা।
আগামী বছর আইপিএলের নিলামে দলগুলোকে পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেয়া হতে পারে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, মাথিশা পাথিরানা ও রবীন্দ্র জাদেজাকে চেন্নাইয়ের ধরে রাখা মোটামুটি নিশ্চিত। পাঁচজনের মধ্যে শেষ খেলোয়াড়টি ধোনির হওয়ার সম্ভাবনাই বেশি।