বোলিং-ব্যাটিং ব্যর্থতায় শোচনীয় হার টাইগারদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৪, ০২:১৮ এএম

মঙ্গলবার টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের শুরুটাও ভাল না হলেও তাওহিদ হৃদয়ের ৪৭ বলে ৫৮ রানের ইনিংসের সৌজন্য ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ১৫৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জেতায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। বৃহস্পতিবার একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে উভয় দল। মঙ্গলবার টাইগার ব্যাটার এবং বোলাররা নামের প্রতি সুবিচার করতে পারেনি।
৯৫ রানে ৫ উইকেট হারালেও ষষ্ঠ উইকেটে কোরি অ্যান্ডারসন এবং হারমীত সিং ৬২ রানের পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিত করেন। কোরি অ্যান্ডারসন ৩৪ এবং হারমীত সিং ৩৩ রানে অপরাজিত থাকেন।
১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন হারমীত সিং।
হিউস্টনের প্রেইরি ভিউ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক যুক্তরাষ্ট্র বোলারদের সামনে নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।
মঙ্গলবার আবারও একাদশে ফেরানো হয় লিটন দাসকে। যদিও সুবিধা করতে পারেননি তিনি। ১ চার ও সমান ছক্কায় ১৫ বলে ১৪ রান করেন জাশদ্বীপ সিংয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। সৌম্য সরকারের সঙ্গে ৩৪ রানের উদ্বোধনী জুটি ছিল তার।
দুই ওপেনার অবশ্য ফিরে যান স্রেফ চার বলের ব্যবধানে। ৩ চারে ১৩ বলে ২০ রান করে বাউন্ডারি লাইনের কাছাকাছি মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান সৌম্য সরকার। দুই উইকেট পড়ে যাওয়ার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনিও অবশ্য ব্যর্থ হন। ১১ বল খেলে স্রেফ ৩ রান করে স্টিভেন টেইলের বলেই স্টাম্পিং হন তিনি। শুরুতে ধরে খেলার চেষ্টা করা সাকিব আল হাসানও বড় রান করতে পারেননি। ১২ বল খেলে ৬ রান করে রান আউটের শিকার হন তিনি।
ইনিংসের শুরু ভালো না হলেও শেষটা চমৎকার করেছে টাইগাররা। বিশেষ করে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪৭ বলে ৬৭ রান করেন তারা। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। হৃদয়ের থেকে ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন তিনি। অভিবাসীদের নিয়ে গড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে স্টিভেন টেইলর ৯ রানে ২টি এবং জেসি সিং,আলি খান ও সৌরভ নেত্রালভাকার প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।