×

খেলা

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই নাদালের বিদায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০১:১৭ পিএম

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই নাদালের বিদায়

ছবি: সংগৃহীত

   

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো রাফায়েল নাদালই।  লাল দুর্গের রাজা নামে পরিচিত এই টেনিস তারকা ইতোমধ্যে জিতেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম। যার মধ্যে ১৪টিই কিনা ফ্রেঞ্চ ওপেনে। গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর তালিকায় তার ওপরে আছেন শুধুই নোভাক জোকোভিচ। সেই নাদালই কিনা ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন। 

সোমবার (২৭ মে) চতুর্থ বাছাই আলেক্সান্দার জাভরেভের কাছে হেরে অবিশ্বাস্য এই পতন দেখতে হয় তার। নেমেছিলেন ২৭৬তম অবাছাই হিসেবে। কিন্তু রোঁলা গ্যারোর লাল কোর্টে নাদান তো নাদালই। জাভরেভের সামনে তাকে ফেভারিট মেনেছিলেন সবাই কিন্তু বয়স আর ইনজুরিতে তিনিও নিজের সেরাটা পেছনে ফেলেছেন বোঝা গেল আবার।

২০২৩ সালের পর থেকে খেলেছেন মোটে ৮ ম্যাচ। বোঝা গেল, বেলায় বেলায় নাদালও এখন শেষের প্রান্তে।

সোমবার ছেলেদের প্রথম রাউন্ডে আলেক্সান্দার জভেরেভের কাছে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমের হারে বিদায় নিয়েছেন অন্যতম সেরা এই টেনিস তারকা। ফ্রেঞ্চ ওপেনের এই লাল দুর্গে এখন অব্দি ১১৬ ম্যাচ খেলেছেন নাদাল। যার মধ্যে মাত্র চতুর্থ বারের মতো হারের স্বাদ পেলেন তিনি। 

২০০৫ সালে এই লাল দুর্গেই শিরোপা জিতে বিশ্ববাসীকে নিজের আগমনের জানান দিয়েছিলেন নাদাল। পরবর্তীতে ১৪টি শিরোপা জিতে বনে যান ফ্রেঞ্চ ওপেনের রাজা। সেই নাদালই কিনা প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারলেন না! জভেরভের মুখোমুখি হওয়ার আগে নাদাল নিজেই বলেছিলেন ‘সম্ভাব্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।’ শেষ পর্যন্ত সেই প্রতিপক্ষের কাছেই যেন খুন হলো নাদালের সাম্রাজ্য। 

গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবার অভিজ্ঞতা তার জন্য নতুন নয়। তবে বিরল বলা চলে নিশ্চিতভাবে। এর আগে মাত্র একবারই গ্র্যান্ড স্ল্যাম এর প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। তাও ১১ বছর আগের উইম্বলডনে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App