×

খেলা

বিশ্বকাপের ফাইনাল খেলবে যারা, জানালেন যুবরাজ সিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৬:১৬ পিএম

বিশ্বকাপের ফাইনাল খেলবে যারা, জানালেন যুবরাজ সিং

ছবি: সংগৃহীত

   

প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। অবশ্য অনেক আগে থেকেই সাবেক তারকা ক্রিকেটাররা নিজেদের মতো করে বিশ্বকাপের পছন্দের দল বেছে নিচ্ছেন। এমনকি সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের ভবিষ্যদ্বাণীও দিচ্ছেন কেউ কেউ। এছাড়া ফাইনালে কারা খেলবে সেটিও অনুমান করেছেন ব্রায়ান লারা, ম্যাথু হেইডেন ও সুনীল গাভাস্কাররা। এবার তাদের সঙ্গে সুর মেলালেন ভারতের  সাবেক মারকুটে ব্যাটার যুবরাজ সিং।

এদিকে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কারা উঠবে? এমন প্রশ্নের জবাবে নিউজ এইট্টিনকে দেয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, এবার আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছে। ‘আমার প্রত্যাশা ভারত এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান তবে অস্ট্রেলিয়া নয়।’

অন্যদিকে যুবরাজ সিং মনে করেন ভারত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে, তবে তারা জিতবে। ভারতের প্রাক্তন এ অলরাউন্ডার মনে করেন টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাসের অভাব নেই। বিশ্বকাপে যদি তারা প্রতিপক্ষের দিকে মনোনিবেশ না করে তাহলে আইসিসি ট্রফি ভারতই জিতবে।

এবাররের বিশ্বকাপে ভারতীয় দলের ফোকাস নিয়ে যুবরাজ সিং বলেছেন, ‘অতীতে আমরা এই বিষয়গুলোতে মনোযোগ দিয়ে জিতেছি। আমরা আমাদের শক্তিশালী পয়েন্টগুলিতে ফোকাস করেছি। প্রতিপক্ষ দল কোথায় আমাদের ক্ষতি করতে পারে সেদিকে আমাদের মনোযোগ দেয়া উচিত নয়। আমাদের নিজেদের শক্তিশালী পয়েন্টগুলিতে ফোকাস করতে হবে। আমাদের দলে অনেক ম্যাচজয়ী খেলোয়াড় রয়েছে।’

উল্লেখ্য, ভারত সর্বশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আকারে আইসিসি টুর্নামেন্ট জিতেছিল। এর দুই বছর আগে যুবরাজ সিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। ভারতও ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে লিগ ম্যাচে ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের ওভারে যুবরাজ ছয়টি ছক্কা মেরেছিলেন।

সূত্র: নিউজ এইট্টিন

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App