নারী নির্যাতনে অভিযুক্ত জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদচ্যুত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৪, ১০:০০ পিএম

ছবি: সংগৃহীত
জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে নারী নির্যাতনের অভিযোগের দায়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
জুজুৎসু অ্যাসোসিয়েশনে অ্যাডহক কমিটি ছিলো। অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো সময় পরিবর্তন বা বাতিল করার এখতিয়ার রাখে।
রবিবার (২ জুন) সেই ক্ষমতাবলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম যথাযথ কর্তৃপক্ষের আদেশে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনকে অব্যাহতি চিঠি ইস্যু করেন।
আরো পড়ুন: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ দিনে ইন্দোনেশিয়াকে হারালো বাংলাদেশ
নারী নির্যাতনে অভিযুক্ত সাধারণ সম্পাদক থেকে অব্যাহতির ঘটনা এটাই প্রথম নয়। টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোরশেদের উপর খেলোয়াড় লাঞ্চিতের অভিযোগ উঠেছিলো। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করে।
জুজুৎসুর রফিকুল ইসলাম নিউটনের উপর অভিযোগ আরো অনেক গুরুতর। নারী খেলোয়াড়কে গর্ভপাত করানো, মারধর, ধর্ষণসহ অনেক স্পর্শকাতর অভিযোগ এনে ভুক্তিভোগী খেলোয়াড়রা জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিলো। ১৮ মে অভিযুক্ত সাধারণ সম্পাদক নিউটনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় ক্রীড়া পরিষদও নারী খেলোয়াড়ের অভিযোগ নিয়ে তদন্ত করছে।