×

খেলা

ভারতের বিপক্ষে বাজিমাত করতে চায় আয়ারল্যান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৪:১৭ পিএম

ভারতের বিপক্ষে বাজিমাত করতে চায় আয়ারল্যান্ড

ভারতের বিপক্ষে বাজিমাত করতে চায় আয়ারল্যান্ড। ছবি: সংগৃহীত

   
আয়ারল্যান্ডের প্রধান কোচ এনরিখ মালান প্রতিপক্ষ ভারতের প্রশংসা করে বলেছেন ভারত একটি অভিজ্ঞ দল। প্রাক-ম্যাচ প্রেস কনফারেন্সে মালান বলেছিলেন যে, তারা ভারতীয় দলের দূর্বলতাগুলোকে খুঁজে বের করতে চান। আর সেখান থেকেই তুরে নিতে চান ফয়দা।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে আয়ারল্যান্ড। এই ম্যাচের আগে, আয়ারল্যান্ডের প্রধান কোচ এনরিখ মালান প্রতিপক্ষের প্রশংসা করে বলেন ভারতীয় দলের কমতি গুলোকে মাথায় রেখে আমরা পরিকল্পনা সাজাতে চাই। তাদের যেকোন ভুলের সুযোগ নিতে চাই, এবং সেখান থেকে একটি ভালো ফল করতে চাই।
আয়ারল্যান্ডের প্রধান কোচ এনরিখ মালান আইসিসিকে বলেছেন- ‘নিজেদের প্রস্তুত করার জন্য আমরা একটি চমৎকার সুযোগের অপেক্ষায় আছি। এতটুতু নিশ্চিত করতে পারি যে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিতে পেরেছি। ভারত আমাদের চেয়ে অভিজ্ঞ  একটি দল। আমরা অভিজ্ঞতায় হয়তো তাদের থেকে পিছিয়ে। তবে আমরা একটি ভালো ফলাফল করার জন্য মুখিয়ে আছি। আমাদের দৃষ্টি ভারতীয় দলের উপর আছে। আমরা তাদের ভুলের সুযোগ নিতে চাই এবং ম্যাচে ফলাফল আমাদের পক্ষে নিয়ে আসতে চাই।
ভারতের বিপক্ষে বাজিমাত করতে চায় আয়ারল্যান্ড। ছবি: সংগৃহীত
এনরিখ মালান আরো বলেন- ‘২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক এবং ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবে আয়ারল্যান্ড। এবারের বিশ্বকাপে শুধু ভারতের বিরুদ্ধেই নয়, আমরা চেষ্টা করব টুর্নামেন্টে সব সেরা দলের বিরুদ্ধেই ভালো খেলতে।’ 
তিনি আরো বলেন, ‘আশা করি আমরা যদি আমাদের প্রক্রিয়াটি অনুসরণ করতে পারি তাহলে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। অতীতেও আমরা এটি করে দেখিয়েছি। আমরা সময়ের সঙ্গে এটিকে আরো ভালো করেছি। তবে আমাদের সাম্প্রতিক সক্ষমতায় বলতে পারি আমরা শীর্ষ দলগুলোকেও হারানোর সক্ষমতা রাখি।
যে গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড:
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত এবং পাকিস্তানের সঙ্গে গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড। তারা বুধবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে।
আয়ারল্যান্ড সম্ভাব্য স্কোয়াড:
পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App