×

খেলা

মেয়েদের লিগে আবাহনীর রেকর্ড জয়

অনন্য এক কীর্তি গড়লেন দিলারা আক্তার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৪:৫৮ পিএম

অনন্য এক কীর্তি গড়লেন দিলারা আক্তার

বিকেএসপির মাঠে সেঞ্চুরির পর দিলারা। ছবি: বিসিবি

   

মেয়েদের ক্রিকেটে অনন্য এক কীর্তি গড়লেন দিলারা আক্তার। বিকেএসপির চার নম্বর মাঠে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জাবিদ আহসান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫৩ বলে সেঞ্চুরি করেন আবাহনীর এই ওপেনার। আর তাতেই দিলারা আক্তার গড়লেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এরপর আবাহনী গড়ল সর্বোচ্চ স্কোরের রেকর্ড। সে ম্যাচ আবাহনী শেষ পর্যন্ত জিতেছে রেকর্ড ব্যবধানেই। মেয়েদের লিগে এটিই এখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ডটি ছিল মোহামেডানের জেসিয়া আক্তারের। ২০২২-২৩ মৌসুমে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ৬৬ বলে শতক করেছিলেন।

আরো পড়ুন: নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের ‘প্রথম’ জয়

১৩টি চার ও ৫টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন দিলারা। শারমিন সুলতানার সঙ্গে ওপেনিং জুটিতেই ১৩৮ রান যোগ করেন তিনি। শারমিন আউট হন ৪০ বলে ৩৮ রান করে। সেঞ্চুরি পেয়েছেন আবাহনীর ব্যাটার স্বর্ণা আক্তারও। ৭০ বলে সেঞ্চুরি করেন এই ব্যাটার। ৯০ বলে ১১৮ রানের ইনিংস খেলার পথে চতুর্থ উইকেটে প্রত্যুষা কুমারের সঙ্গে স্বর্ণা গড়েন ১৫২ রানের জুটি। স্বর্ণা তার ইনিংসে মারেন ১০টি চার ও ৫টি ছক্কা। ৫০ বলে ৪৭ রান প্রত্যুষার। 

শেষ দিকে নাহিদা আক্তারের ২৩ বলে অপরাজিত ৪৫ ও অধিনায়ক জাহানারা আলমের ১৫ বলে ২৯ রানের অপরাজিত ক্যামিও ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৬ রান তোলে আবাহনী। লিগে এটিই এখন সর্বোচ্চ স্কোর। গত ২৩ মে বিকেএসপির ৩ নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ৩৯২ রান করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনী ভাঙল সে রেকর্ড।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৬ রানেই গুটিয়ে যায় জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব। ২২.৪ ওভার ব্যাটিং করে তারা। কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। আবাহনীর ৫ বোলার জাহানারা, নাহিদা, সানজিদা আক্তার, শরীফা খাতুন ও স্বর্ণা আক্তার প্রত্যেকেই নেন ২টি করে উইকেট।

আবাহনীর ৩৬৮ রানের জয়ের ব্যবধানও বাংলাদেশের মেয়েদের লিগে রেকর্ড। সর্বশেষ আসরে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমিকে ২৬৪ রানে হারিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। তারা তুলেছিল ৩২১ রান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App