সাফ নারী চ্যাম্পিয়নশিপ
‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৮:০৯ পিএম

‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী বাংলাদেশ। ছবি: সংগৃহীত
নেপালের কাঠমান্ডুতে ২০২২ সালে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। দেশে ফিরে ছাদখোলা বাসে চড়ে বীরোচিত সংবর্ধনা পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দৃশ্যের দুই বছর হতে যাচ্ছে। আর কয়েক মাস পর সপ্তম আসর হতে যাচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আজ শনিবার (৮ জুন) ১৭ থেকে ৩০ অক্টোবরের চ্যাম্পিয়নশিপের ড্র ও গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী পাকিস্তান।
ঢাকার পাঁচ তারকা হোটেলে ড্র অনুষ্ঠানে গ্রুপ ‘বি’ তে জায়গা হয়েছে পাঁচবারের রানার্সআপ নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের। গ্রুপে একে অন্যের সঙ্গে খেলবে সবাই। শীর্ষ দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে। এরপর বিজয়ী দুই দল লড়বে ট্রফির জন্য। বাংলাদেশের সামনে কাঠমান্ডুতে আবার ট্রফি ধরে রাখার মিশন। ইংলিশ কোচ পিটার বাটলার সেই লক্ষ্যে দলকে ঘষেমেজে তৈরি করছেন।
নারীদের ছাড়াও আজ সাফের দুটি বয়সভিত্তিক ছেলেদের টুর্নামেন্টের দলেরও ড্র হয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ হবে ১৬-২৮ আগস্ট কাঠমান্ডুতে। গ্রুপ ‘এ’ তে আছে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ও শ্র্রীলঙ্কা। আর ‘বি’ তে জায়গা হয়েছে ভারত, মালদ্বীপ ও ভুটানের।
অন্যদিকে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ হবে ভুটানের থিম্পুতে ১৮-২৮ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে আছে ভারত, মালদ্বীপ ও বাংলাদেশ। ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা পড়েছে ‘বি’ গ্রুপে। এছাড়া সাফের কংগ্রেসও অনুষ্ঠিত হয়েছে।