‘পাক-ভারত ম্যাচে যদি কেউ চাপ অনুভব না করেন তাহলে তিনি মানুষই নয়’

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০২:৫৫ পিএম

ইউকেট শিকারের পর নাসিম শাহ। ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে এবার গণমাধ্যমে মন্তব্য করেছেন পাকিস্তানের ফাস্ট কোলার নাসিম শাহ। তিনি বলেন- ‘ যদি কেউ দাবি করে যে ভারত পাকিস্তান ম্যাচে কোন চাপ নেই, উত্তাপ নেই তাহলে আমি বলবো সে মানুষই নয়।’
তিনি বলেন- ‘দুদলেই চমৎকার কিছু খেলোয়াড় রয়েছে। পাশাপাশি অন্যান্য দেশের সমর্থকদের মধ্যেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ আছে। আমি নিজের চোখেই দেখেছি, ভারতীয় খেলোয়াড়রাও চাপ অনুভব করছেন।
ভারত-পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ রবিবারের( ৯ জুন) ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচ নিয়ে দু’দেশের ভক্তদের মধ্যেই বেড়েছে আগ্রহ। এরই মধ্যে দুই দেশের খেলোয়াড়রাই চাপ অনুভব করছেন। একদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরে কিছুটা চাপে রয়েছে পাকিস্তান। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের গ্রুপ লিগের প্রথম ম্যাচ জিতে কিছুটা চাপ মুক্ত আছে টিম ইন্ডিয়া।
এর মাঝেই নতুন করে উঠেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ বিতর্ক। এই অবস্থায় ভারত-পাকিস্তান দু’দলের দিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। এমন আবহের মধ্যে ম্যাচের আগে ‘দ্য ক্রিকেট মান্থলি’ ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন নাসিম শাহ।
সাক্ষাৎকারে তিনি ভারত বনাম পাকিস্তান ম্যাচের চাপ সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।

নাসিম শাহ বলেন- ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এই মুহূর্তে দুই দেশের খেলোয়াড়দের মানের মধ্যে বড় পার্থক্য রয়েছে। কিন্তু কেউ যদি দাবি করে যে এই ম্যাচে কোনো চাপই নেই, তাহলে আমি বলব, ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি চাপ অনুভব করতে হলে দুই দেশের ভক্তদের দেখুন। এরফলে খেলোয়াড়দের ওপরেও অনেক চাপ থাকে, বাড়তি প্রত্যাশা থাকে। যদি আপনার উপর এই ম্যাচের কোনো চাপ না থাকে তাহলে তো আপনি মানুষই নন।’
নাসিম শাহ আরো বলেন- ‘এটা এমন নয় যে চাপটা শুধু পাকিস্তানের ওপরে আছে, ভারতের ওপর নেই। কারণ আমি নিজের চোখেই দু’দলের উপর চাপ দেখতে পাচ্ছি। দুদলেই বিশ্ব সেরা কিছু খেলোয়াড় রয়েছে, এখন দেখার বিষয় ম্যাচে দু’দল কেমন খেলে। ভারত-পাকিস্তানের সমর্থকদের নজর এখন এই ম্যাচের উপর। এটা এমন একটা ম্যাচ যেখানে আপনি এক বলও মিস করতে চাইবেন না।
আরো পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচের এক টিকিটের দাম ২ কোটি টাকা!