বিতর্কিত আইনেই হেরেছে বাংলাদেশ: ওয়াকার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে বাংলাদেশের হার মাত্র ৪ রানে। বোলিংবান্ধব পিচে বাংলাদেশ লড়াই করেছে সমানে সমানে। তাই হার নিয়ে খুব বেশি আক্ষেপ নেই সমর্থকদের। তবে আক্ষেপ রয়ে গেছে বাজে আম্পায়ারিং নিয়ে।
তাওহিদ হৃদয়ের আউটসহ গুরুত্বপূর্ণ সময়ে বিতর্কিত ডেড বলের নিয়মের কারণে হেরেছে বাংলাদেশের। যা নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ওয়াকার ইউনুস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ওয়াকার লিখেছেন, আম্পায়ারের এলবিডব্লিউর সিদ্ধান্তে বিতর্কিত ডেড বলের আইনটি বদলানো উচিত। প্রোটিয়াদের বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে বাংলাদেশের ক্ষতি করে দিয়েছে এটাই।
আরো পড়ুন: সাকিবকে বাদ দেয়া উচিৎ: তামিম
আরো পড়ুন: আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন হৃদয়
রিভিউতে দেখা যায়, বল লেগস্টাম্প মিস করেছে। ফলে মাহমুদউল্লাহ বেঁচে যান। এদিকে তার প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগবাই ৪ রান পেতো বাংলাদেশ। কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেয়ায় বল ডেড হয়ে সেই ৪ রান বাতিল হয়ে যায়। আর বাংলাদেশ ম্যাচ হারে ৪ রানের ব্যবধানেই।