×

খেলা

আজ রাতেই শুরু ইউরো ২০২৪, জেনে রাখতে পারেন যেসব তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৯:০২ পিএম

আজ রাতেই শুরু ইউরো ২০২৪, জেনে রাখতে পারেন যেসব তথ্য

ছবি: সংগৃহীত

   

স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়েই পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম বড় ও জনপ্রিয়তার দিক থেকে বিশ্বকাপ ফুটবলের ঠিক পরের অবস্থানে থাকা ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর। শুক্রবার (১৪ জুন) রাত ১টা থেকে শুরু হচ্ছে ফুটবলের এ জমজমাট আয়োজন। ৩০ দিনব্যাপী টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চোখ বুলিয়ে নিতে পারেন ‘গুরুত্বপূর্ণ’ কিছু তথ্যে।

এদিকে মোট ২৪টি দলের অংশগ্রহণে ১৭তম ইউরো চলবে ১৪ জুলাই পর্যন্ত। ২৬ জুন শেষ হবে গ্রুপপর্বের খেলা, ২৯ জুন থেকে শুরু হবে রাউন্ড অব সিক্সটিন। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো মাঠে গড়াবে ৫ জুলাই থেকে ৬ জুলাইয়ের মধ্যে। ২টি সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। ফাইনাল ১৪ জুলাই।

ইউরো থেকে বহিষ্কৃত রাশিয়া, জর্জিয়ার অভিষেক

ইউক্রেনে সামরিক অভিযান চালানো রাশিয়া ইউরো থেকে থেকে বহিষ্কৃত। ২০০০ সালের পর এই প্রথম ইউরোতে নেই তারা। অন্যদিকে ৬৬ বছরের ইতিহাসে জর্জিয়া কখনও ইউরো খেলতে পারেনি (১৯৬০ থেকে ১৯৯২ সালের আসর পর্যন্ত তারা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল)। এবারই প্রথম ইউরো খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ককেশাশ অঞ্চলের দেশটি প্লেঅফে গ্রিসকে হারিয়ে ইউরোর টিকিট ভাগিয়ে নিয়েছে। অন্য ২৩টি দল হলো- জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, অস্ট্রিয়া, ইংল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আলবেনিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, রোমানিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া, চেক প্রজাতন্ত্র, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, ইউক্রেন ও পোল্যান্ড।

কে কোন গ্রুপে

চ্যাম্পিয়ন খুঁজে পেতে ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে আছে ৪টি করে দল। প্রতিটি গ্রুপ থেকে সরাসরি ২টি করে দল যাবে রাউন্ড অব সিক্সটিনে, তৃতীয় স্থানে থাকা দলেরও নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ৬ গ্রুপের তৃতীয় স্থানে থাকা ৬টি দলের মধ্যে শীর্ষ চার ধরে রাখতে হবে। সেরা চার নির্ধারণে পর্যায়ক্রমে বিবেচনায় আসবে পয়েন্ট, গোল ব্যবধান, গোল, কম শৃঙ্খলা-বহির্ভূত পয়েন্ট ও ইউরোপিয়ান কোয়ালিফায়ার র‌্যাঙ্কিং।

গ্রুপ ‘এ’

জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।

গ্রুপ ‘বি’

স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়া।

গ্রুপ ‘সি’

স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া ও ইংল্যান্ড।

গ্রুপ ‘ডি’

পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স।

গ্রুপ ‘ই’

বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও ইউক্রেন।

গ্রুপ ‘এফ’

তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র।

ভেন্যু

জার্মানির ১০টি শহরের ১০টি ভেন্যুতে হবে এবারের ইউরো। এই ১০টি ভেন্যুর ৯টিই (বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়ন, মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা, ডর্টমুন্ডের ওয়েস্টফেলেনস্টেডিয়ন, স্টুটগার্টের এমএইচপি অ্যারেনা, গেলসেনকিরচেনের অফ-শালকে, ফ্রাঙ্কফুর্টের ওয়ালস্টেডিয়ন, হামবুর্গের ভল্কসপার্কস্টেডিয়ন, কলোনের এনার্জি স্টেডিয়ন ও লেইপজিগের রেড বুল অ্যারেনা) ২০০৬ সালের বিশ্বকাপে ব্যবহৃত হয়েছিল, শুধু ডুসেলডর্ফের মার্কুর স্পিয়েল অ্যারেনা ২০০৬ বিশ্বকাপে ব্যবহৃত হয়নি, তবে এটিতে ১৯৭৪ সালের বিশ্বকাপ ও ১৯৮৮ ইউরোর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো।

১৭তম ইউরোর গুরুত্বপূর্ণ মাঠগুলো হলো- এমএইচপি অ্যারেনা, ভল্কসপার্কস্টেডিয়ন, মার্কুর স্পিয়েল অ্যারেনা, অলিম্পিয়াস্টেডিয়ন, আলিয়াঞ্জ অ্যারেনা, ওয়েস্টফেলেনস্টেডিয়ন ও অলিম্পিয়াস্টেডিয়ন। এখানকার প্রথম ৪টি মাঠে হবে ৪টি কোয়ার্টার ফাইনাল। আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম সেমিফাইনালের পর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েস্টফেলেনস্টেডিয়নে। ফাইনাল মাঠে গড়াবে ৭৪ হাজার ৪৭৫ ধারনক্ষমতার অলিম্পিয়াস্টেডিয়নে।

ইউরোর সফল ও অভাগা  দল

শিরোপা জয়ের হিসাবে যৌথভাবে ইউরোর সবচেয়ে সফল দল জার্মানি ও স্পেন। দুদলই ৩ বার করে ইউরোর মুকুট মাথায় পরেছে। এককভাবে দ্বিতীয় বারের মতো ইউরো আয়োজন করতে যাওয়া জার্মানি ফাইনাল (৬ বার) খেলার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। স্পেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি ও রাশিয়া ৪ বার করে ফাইনাল খেলেছে।

অন্যদিকে ইউরোর সবচেয়ে অভাগা দলটির নাম সার্বিয়া। ১৯৬০ ও ১৯৬৮ সালে দুবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। বেলজিয়াম ১৯৮০ সালের ফাইনালে উঠে হেরেছিল পশ্চিম জার্মানির কাছে। ইংল্যান্ড সবশেষ আসরে ইতালির কাছে হারে।

সর্বোচ্চ গোলদাতা

ইউরোয় খেলা সবচেয়ে বড় তারকা বোধহয় ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের ফুটবলের বড়পুত্রের সঙ্গে জড়িয়ে আছে একাধিক রেকর্ড। পাঁচটি ইউরো খেলার দ্বারপ্রান্তে থাকা রোনালদো মূলপর্বে সর্বোচ্চ গোলের (১৪) মালিক, বাছাইপর্বেও তার গোল (৪১) সবচেয়ে বেশি। এমনকি মূলপর্ব ও বাছাই মিলিয়েও রোনালদো সবার উপরে। প্রত্যেকটি টুর্নামেন্টেই তার গোল করার কীর্তি আছে। ২০০৪ সালে নিজের প্রথম ইউরোতে রোনালদো করেছিলেন ২ গোল, ২০০৮ সালে ১টি, ২০১২ সালে ৩টি। ২০১৬ সালে রোনালদোর দল যখন ইউরো জিতে, সেবার তিনি করেন ৩ গোল। সবশেষ আসরে তার গোল ৫টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App