অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৬:৪৭ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। কিন্তু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টির হানা। কাজেই নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর হয় ম্যাচের টস।
টানা চার ম্যাচে টস হারলেন নাজমুল হোসেন শান্ত। কয়েনভাগ্য পাশে পেয়ে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন। তবে আগে ব্যাট করা নিয়ে তার দলের সমস্যা নেই।
সেরা আটের লড়াইয়ে একাদশে পরিবর্তন এনেছে দুদল। একটি পরিবর্তন এসেছে টাইগারদের একাদশে।
জাকের আলী অনিকের পরিবর্তে এবারের আসরে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান।
মেহেদির অন্তর্ভুক্তিতে স্পিন বিভাগে শক্তি বাড়ল বাংলাদেশের। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের সঙ্গে অফ স্পিন করবেন মেহেদি। পেস বিভাগে আগের তিনজনকেই রাখল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার একাদশে আনা হয়েছে জোড়া পরিবর্তন। ফিরেছেন দলের দুই নিয়মিত পেসার মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন অ্যাশটন অ্যাগার ও ন্যাথান এলিস।
দুই দলের একাদশ
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।