কামিন্সের 'লাকি সেভেন হ্যাটট্রিক'

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৮:৪২ এএম

টি-টুয়েন্টি বিশ্বকাপ
দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন কামিন্স, আগের হ্যাটট্রিক ছিল ব্রেট লির। সেটিও ছিল বাংলাদেশের বিপক্ষেই।
তবে কামিন্সের হ্যাটট্রিকটি ছিল 'লাকি সেভেন হ্যাটট্রিক'।দুই ওভার মিলে ৭ বল করে মিলেছে এই হ্যাটট্রিক- এ জন্যই এটাকে বলা হয় লাকি সেভেন হ্যাটট্রিক।
আগের ওভারে শেষ দুই বলে নিয়েছিলেন দুই উইকেট। শেষ ওভারে এসেছে প্রথম বলেই ফেরালেন হৃদয়কে। স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েছেন তাওহিদ হৃদয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল সপ্তম হ্যাটট্রিক।
শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন শান্ত। তাছাড়া ৪০ রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৬টায়। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা খুব একটা দীর্ঘ হয়নি। তারপরও মিনিট পাঁচেকের এই বৃষ্টিতে টসে বিলম্ব হয়েছে। ১৫ মিনিট দেরিতে টস হলেও ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আসেনি।
তবে বাংলাদেশের ব্যাটিংয়ের পর আবার অ্যান্টিগায় বৃষ্টি নেমেছে।