দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ে ৫৬ রানে অলআউট আফগানিস্তান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৮:০৯ এএম

ছবি: ইন্টারনেট
টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে রশিদ খানের দল। মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ডার্ক হর্স আফগানিস্তান। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক তারকা ক্রিকেটাররা আফগানিস্তানকে একটি শক্তিশালী দল হিসেবে বিবেচনা করছেন। তার প্রমাণও দেখিয়েছে দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানরা। মাত্র ৭৫ রানে কেইন উইলিয়ামসনের দলকে অলআউট করে ৮৪ রানের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে তারা। এরপর অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। সবশেষে বাংলাদেশের বিপক্ষেও জয় পায়।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১১.৫ ওভারে ৫৬ (গুরবাজ ০, জাদরান ২, নাইব ৯, ওমারজাই ১০, নাবি ০, খারোটে, জানাত ৮, রাশিদ ৮, নুর ০, নাভিন ২, ফারুকি ২*; ইয়ানসেন ৩-০-১৬-৩, মহারাজ ১-০-৬-০, রাবাদা ৩-১-১৪-২, নরকিয়া ৩-০-৭-২, শামসি ১.৫-০-৬-৩)