বিশ্বকাপ ফাইনাল
কবে ও কোথায় মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৫:০২ পিএম

ছবি: সংগৃহীত
বিশ্ব ক্রিকেটে চোকার্স হিসেবে সুপরিচিত দল দক্ষিণ আফ্রিকা। দলটি তাদের চোকার্স খ্যাতির ওপর ধারাবাহিকভাবে সুবিচার করে আসছে। বারবার বিশ্বকাপের সেমিফাইনালের দুয়ার থেকে ফিরে আসার রেকর্ড রয়েছে অনেক। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার ও টি-টোয়েন্টিতে দুইবার সেমিতে উঠেও শিরোপা ছুতে পারেনি প্রোটিয়ারা। মূলত বারবার এমন হওয়াতেই ‘চোকার্স’ তকমা পায় দলটি। সে যাই হোক পেছনের সব দুঃস্মৃতি সঙ্গে নিয়ে অবশেষে আবারো সেমির মঞ্চ টপকে মেগা ইভেন্টের ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
এদিকে বিশ্বকাপের সেমিফাইনাল মানেই, দক্ষিণ আফ্রিকার বিদায়। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে পড়ে ১১ দশমিক ৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৯ উইকেটে হারিয়ে আসরের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর ফাইনালে দলটির প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারানো মাইটি ভারত।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের এ চূড়ান্ত মহারনের আগে প্রস্তুতির জন্য খুব একটা সময় পাচ্ছে না রোহিত-মার্করামরা। কারণ দ্বিতীয় সেমিফাইনালের পর মাঝে মাত্র একদিনের বিরতি দিয়েই মাঠে গড়াবে শিরোপা নির্ধারনির ফাইনাল ম্যাচ । অর্থাৎ শনিবার (২৯ জুন) ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা ।
অন্যদিকে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিলো রোহিত শর্মার দল। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটলো ভারত। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।