ফাইনাল রিজার্ভ ডে’তে গড়ালে কী হবে? জেনে নিন সব নিয়ম

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৪:৩০ পিএম

ছবি: ইন্টারনেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সমস্যাটি ছিল অবিরাম বৃষ্টি, যা টুর্নামেন্টের প্রবাহকে নষ্ট করেছে। এবং শনিবার (২৯ জুন) ব্রিজটাউনে বৃষ্টি সেই একই কাজ করবে বলে আশা করা হচ্ছে।
তাই রিজার্ভ ডে রাখা হয়েছে। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও যদি শনিবার খেলা শুরু না হয় বা শেষ করা না যায়, তাহলে আবার শুরু হওয়ার পর থেকে রবিবার খেলা হবে। ম্যাচ পরিত্যক্ত হলে এবং রিজার্ভ ডে থাকার পরেও কোনো ফল না হলে উভয় দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে। ফাইনাল এবং রিজার্ভ ডে এর জন্য মোট ১৯০ মিনিট বরাদ্দ করা হয়েছে।
ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। যদি প্রথম সুপার ওভার টাই হয়, তাহলে ফলাফল অর্জন না হওয়া পর্যন্ত পরবর্তীগুলি খেলা হবে। সুপার ওভারগুলো সীমাহীন সংখ্যক বার অনুষ্ঠিত হতে পারে যতক্ষণ না বিজয়ীর সিদ্ধান্ত না হয়। সুপার ওভারের পরিবর্তনের সময়কাল মূল ম্যাচের পাঁচ মিনিট পরে শুরু হবে। এবং অনুমোদিত অতিরিক্ত সময় প্রয়োগ করার সময় বিবেচনা করা হবে না।
এদিকে, ফাইনালের জন্য রিজার্ভ ডে ৩০ জুন রাখা হয়েছে। আইসিসি প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, ‘নির্ধারিত দিনে যে কোনো প্রয়োজনীয় ওভার কমিয়ে ম্যাচটি সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে।’ ফাইনালে একটি পূর্ণাঙ্গ ম্যাচ খেলার জন্য, ন্যূনতম ১০ ওভারের খেলা প্রয়োজন যা দ্বিতীয় ব্যাটিংকারী পক্ষের বিরুদ্ধে বল করতে হবে।
যদি নির্ধারিত দিনে ম্যাচটি শুরু হয় এবং বিরতির পরে ওভারগুলি হ্রাস করা হয় এবং আর খেলা সম্ভব না হয়, তাহলে খেলাটি রিজার্ভ ডেতে পুনরায় শুরু হবে যেখানে শেষ ডেলিভারি খেলা হয়েছিল সেখান থেকে। রিজার্ভ ডে শুরুর সময় নির্ধারণ করা হয়েছে রবিবার ভারতীয় সময়ে রাত ৮ টায়।
দেখে নিন নিয়ম-
১. যদি পূর্ণাঙ্গ খেলা সম্ভব না হয়, ফলাফল অর্জনের জন্য উভয় দলকেই ১০ ওভার ব্যাট করতে হবে। এই বলে, নির্ধারিত দিনে ফলাফল পেতে অতিরিক্ত ১৯০ মিনিট বরাদ্দ করা হয়েছে।
২. নির্ধারিত দিনে কাট-অফ সময়ের মধ্যে খেলা আবার শুরু না হলে, ম্যাচটি রিজার্ভ ডে-তে সেই জায়গা থেকেই আবার শুরু হবে, যার অর্থ ম্যাচটি রিজার্ভ ডে-তে নতুন করে শুরু হবে না।
৩. নির্ধারিত দিনে কোনো খেলা সম্ভব না হলে, মূল দিনে খেলা একই সময়ে শুরু হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি নির্ধারিত দিনে ওভার কমানো হয় এবং একই দিনে বিরতির আগে খেলা হয়, তবে এটি রিজার্ভ ডেতে সেই জায়গা থেকেই ম্যাচটি শুরু হবে।