জালাল ইউনুস
বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করায় আমরা খুশি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১০:০৫ পিএম

ছবি: সংগৃহীত
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠলেও সেমিতে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ । যে কারণে প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনীর। তবে গ্রুপপর্বে টাইগাররা তিন ম্যাচ জেতায় সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দল বিশ্বকাপ মিশন শেষ করে শুক্রবার (২৮ জুন) দেশে ফিরেছে । টুর্নামেন্টে টাইগারদের পারফরম্যান্স নিয়ে খুশি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী।
শনিবার (২৯ জুন) গণমাধ্যমে জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে আমাদের একটা লক্ষ্য ছিলো দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) কোয়ালিফাই করা। আমরা টা অ্যাচিভ করতে পেরেছি, তার জন্য সবাই খুশি। অবশ্যই এটা ইতিবাচক দিক যে, আমরা টার্গেটে পৌঁছাতে পেরেছি।
তিনি আরো বলেন, যদি দুইভাগে ভাগ করি, তাহলে একদিক দিয়ে টার্গেটে পৌঁছতে পারায় খুশি। এরপর যদি বলেন, ওভারল পারফম্যান্স আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। টপ অর্ডার ধারাবাহিকভাবে খারাপ করায় আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি।’
বিশ্বকাপজুড়ে বোলারদের পার্ফরমেন্স নিয়ে সন্তোষ প্রকাশ করে জালাল বলেন, ‘বিশ্বকাপে আমাদের বোলিং বিভাগে অনেক প্রাপ্তি আছে। আমাদের পেসার এবং স্পিনাররা ব্রিলিয়ান্ট বোলিং করেছে। বিশেষ করে রিশাদ। নিজেকে প্রমাণ করতে ওর জন্য এটা বড় মঞ্চ ছিল। সে সব মিলিয়ে ভালোই করেছে। সব মিলিয়ে দেখেন, এই ওয়ার্ল্ডকাপে আমরা ভালো খেলেছি।’
খেলোয়ারদের বোনাস দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বোনাসটা এখন বলতে পারছি না। কী ধরনের বোনাস দেয়া উচিত বা দেবে, এরকম আমি ঠিক বলতে পারছি না। এটাও বোর্ডের সিদ্ধান্ত।’