ভারত ম্যাচের আগে তাসকিনের ঘুম নিয়ে এবার মুখ খুললেন পাপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:৩৯ পিএম

ছবি: ভোরের কাগজ
টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার ওভারে ভারতের বিপক্ষে খেলেছিলো। সে ম্যাচে তাসকিন আহমেদ খেলতে পারেননি। তার প্রধান কারণ ঘুম থেকে উঠে যেতে দেরি করে ফেলেন তিনি। তাকে রেখে টিম বাস চলে যায়। এতে তাকে ছাড়া দল গঠন করে বাংলাদেশ।
মঙ্গলবার (২ জুলাই) ক্রিকেট বোর্ডের সভা ছিলো। সেখানে নাজমুল হাসান পাপন বিস্ময় প্রকাশ করে বলেন,‘আমি রাবিদকে (মিডিয়া ম্যানেজার) ফোন দিয়েছি। সে বলেছে তাসকিন দেরি করেছে। পরে গাড়িতে পৌঁছায় মাঠে। আমাদের দল নিয়ে দিতে হয়েছে।’
আরো পড়ুন: অবসর নিয়ে যা জানালেন সাকিব
পাপন জানান, আফগানিস্তানের ম্যাচে ১২.১ ওভারে রান তাড়া করা উচিত ছিলো। তবে কন্ডিশন কঠিন ছিলো। আমরা যে কন্ডিশনের টিম পাঠিয়েছিলাম সেই কন্ডিশনে খেলাটা অনেক কঠিন। আমাদের পাঁচটা নতুন প্লেয়ার গিয়েছিলো। আমরা তাদের থেকে এত আশা করিনি। তবে পুরানদের মধ্যে যারা গিয়েছিলো তাদের থেকে আমরা আশা করেছিলাম। নতুনদের মধ্যে তিনজনের নজর কেড়েছে আমাদের এবার। তবে পুরানদের থেকে আমরা যতটুকু আশা করেছিলাম তা কিছুই করতে পারিনি।