প্যারাগুয়ের বিপক্ষে জিতেও বিদায় কোস্টারিকার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
কাগজে-কলমে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা থাকলেও অসম্ভব সমীকরণ নিয়েই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল কোস্টারিকা। নিজেদের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি ব্রাজিলের বড় পরাজয়ের প্রত্যাশাও করতে হতো তাদের। তবে সেরকম কিছুই হয়নি।
'ডি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারানোর পরও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো কোস্টারিকার। অন্যদিকে টানা তিন পরাজয়ে প্যারাগুয়েও বিদায় নিয়েছে ।
ম্যাচের শুরুর দিকে জোড়া গোলে অবিশ্বাস্য এক ফলের স্বপ্ন দেখাচ্ছিল কোস্টারিকা। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে লিড এনে দেন ফ্রানসিস্কো কালভো। এরপর সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জসিমার আলকোসের। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে গিয়েছিল তারা।
বিরতি থেকে ফিরে ব্যবধান কমায় প্যারাগুয়ে। ম্যাচের ৫৫তম মিনিটে গোল করে ব্যবধান কমান রামোন সোসা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোস্টারিকা। তবে আরেক ম্যাচে ব্রাজিল-কলম্বিয়ার ড্রয়ে কপাল পুরে তাদের। এতে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বাজে কোস্টারিকা ও প্যারাগুয়ের।