অলিম্পিক
চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৩:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকায় মগ্ন ক্রীড়াপ্রেমীরা। অন্যদিকে গেল জুনেই পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এ ছাড়া দরজায় কড়া নাড়ছে প্যারিস অলিম্পিক। এবার জমজমাট এই ইভেন্টের জন্য চমক রেখে স্কোয়াড ঘোষণা করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই দলে কিংবদন্তি লিওনেল মেসি ও ডি মারিয়ার জায়গা হয়নি।
বুধবার (৩ জুলাই) এক বিবৃতিতে এই স্কোয়াড ঘোষণা করেন কোচ হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার অলিম্পিক দলে তিন সিনিয়র ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওটামেন্ডি ও জেরোনিমো রুল্লি সুযোগ পেয়েছেন।
আরও দুই তারকা ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ ও অ্যাঞ্জো ফার্নান্দেজের খেলার গুঞ্জন থাকলেও ক্লাব থেকে ছাড়পত্র না মেলায় তাদের স্কোয়াডে জায়গা হয়নি।
বেশ কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়ছেন ৩৭ বছর বয়সী মেসি। মাঝে মাঠে ফিরলেও ফের চোটের সঙ্গে লড়াই করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে খেলছেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসি। ২০০৮ বেইজিং আসরে নিজের ক্যারিয়ারের একমাত্র অলিম্পিক সোনা জিতেছিলেন তিনি।
আগামী ২৪ জুলাই পর্দা উঠবে অলিম্পিকের ফুটবল ইভেন্টের। ১৬ দলের এই টুর্নামেন্টে আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী ইরান, মরক্কো ও ইউক্রেন।
আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড
গোলকিপার : লেয়ান্দ্রো ব্রে, জেরোনিমো রুল্লি
ডিফেন্ডার : মার্কো দি সেজারো, হুলিও সোলের, জোয়াকুইন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওটামেন্ডি, ব্রুনো আমিওনে
মিডফিল্ডার : এজিকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজ্জে, ক্রিশ্চিয়ান মেদিনা, কেভিন জেনোন
ফরোয়ার্ড : জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডো, থিয়াগো আলমাদা, ক্লাদিও ইচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেলত্রান