নিয়ম ভেঙে সাকিবের বাড়িতে টাইগাররা, জবাব চাইবে বিসিবি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে সাকিব আল হাসানের বাড়িতে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট দল। সাকিবই উদ্যোগ নিয়ে সতীর্থদের নিয়ে গিয়েছিলেন তার নিউ ইয়র্কের বাড়িতে। তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের মতো প্রতিযোগিতা চলার সময় নির্দিষ্ট জায়গার বাইরে যেতে পারেন না ক্রিকেটারেরা। রেস্তরাঁয় খেতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও কারো বাড়িতে বেড়াতে যাওয়া যায় না। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকায় গিয়ে সাকিবের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছে। ঘটনায় বিস্মিত এবং অসন্তুষ্ট বাংলাদেশের ক্রিকেট কর্তারা।
আরো পড়ুন: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
বিশ্বকাপ খেলতে গিয়ে নিয়ম ভেঙে ক্রিকেটারদের নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছেন, ‘এ রকম হওয়ার কথা নয়। প্রতিযোগিতার মাঝে দলের ক্রিকেটারেরা কারো বাড়িতে বেড়াতে যেতে পারে না। এটা নিয়মের মধ্যে পড়ে না। কেন এমন হয়েছে, তা জানতে চাওয়া হবে।’ সাকিবের সঙ্গেও এ ব্যাপারে কথা বলার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি।
সাকিবের বাড়িতে বেড়াতে যাওয়া, বিশ্বকাপের ফলসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেন বিসিবি কর্তারা। সেই বৈঠকে কোচ এবং অধিনায়কের কাছে রিপোর্ট চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের সঙ্গে কথা বলার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।