×

খেলা

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দায়িত্বে আর্জেন্টিনার তিন রেফারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৩:০২ পিএম

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দায়িত্বে আর্জেন্টিনার তিন রেফারি

ছবি: সংগৃহীত

   

সেমিতে যাওয়ার লক্ষ্যে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে রবিবার সকালে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার। তবে, ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ! এই ম্যাচের দায়িত্বে দেখা যাবে তিন আর্জেন্টাইন রেফারিকে।

শুক্রবার (৫ জুলাই) এ তথ্য জানিয়েছে কনমেবল। কনমেবলের প্রকাশিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় দেখা গেছে, তিন রেফারিই রয়েছেন আর্জেন্টিনার। মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। এছাড়া ভিএআরের দায়িত্বে থাকবেন মেক্সিকোর গুইলারমো পাসেকো। 

সালভাদরের ইভান বারটন থাকবেন চতুর্থ রেফারি হিসেবে আর পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন নিকারাগুয়ার হেনরি পুপিরো। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার একাধিক রেফারিকে দায়িত্ব দেয়ায় শুরু হয়েছে নানা সমালোচনা।

আরো পড়ুন: সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

ব্রাজিল ভক্তদের অনেকেই সমালোচনার তীর নিক্ষেপ করছেন কনমেবলের দিকে। তাদের দাবি, আর্জেটাইন রেফারিরা ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকবেন। অবশ্য এমন সমালোচনার পেছনে বেশ কারণ রয়েছে।

এর আগে, গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিত পেনাল্টি দেয়া হয়নি ব্রাজিলকে। পরবর্তীতে ভিডিওবার্তায় নিজেদের ভুল স্বীকার করে নেয় কনমেবল। ওই ম্যাচের মূল রেফারি ছিলেন ভেনেজুয়েলার। আর ভিএআরের দায়িত্ব পালন করেছিলেন আর্জেন্টাইন মাউরো ভিগলিয়ানো।

অবাক করার মতো বিষয় হলো, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে যদি ব্রাজিলকে সেই পেনাল্টি দেয়া হতো, তাহলে হয়তো সেই ম্যাচে ব্রাজিলই জিতত। ওই ম্যাচে ১-১ গোলে ড্র করলেও কোয়ার্টার ফাইনাল ঠিকই নিশ্চিত করেছে সেলেসাওরা। রোমাঞ্চকর এই খেলা শুরু হবে আগামীকাল সকাল ৭টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App