×

খেলা

শরিফুলদের ২ রানে হারাল তাসকিনরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

শরিফুলদের ২ রানে হারাল তাসকিনরা

তাসকিন

   

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সপ্তম ম্যাচে শরিফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনসকে ২ রানে হারিয়েছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স। কলম্বোর ছুঁড়ে দেওয়া ২০০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৭ রানে থেমেছে ক্যান্ডি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একদমই খারাপ হয়নি ক্যান্ডির। প্রথম ওভারে জোড়া ছক্কা হাঁকান চান্দিমাল। তবে এই ওভারেই সুযোগ তৈরি করেছিলেন তাসকিন। এ ওভারে সফল না হলেও ইনিংসের চতুর্থ ওভারে এসেই চান্দিমালকে প্যাভিলিয়নের পথ দেখান টাইগার পেসার। আগের ওভারে ১২ রান খরচ করা তাসকিন এই ওভারে মাত্র ১ রান দেন। 

এরপর ইনিংসের অষ্টম ওভারে বড় বিতর্ক দেখা দিয়েছিল। চোখ ধাঁধানো এক ক্যাচ নেন চামিকা করুণারত্নে। তবে দীর্ঘক্ষণ পর্যালোচনা শেষে নট-আউটের সংকেত থার্ড আম্পায়ার। 

এরপর ইনিংসের ১৬তম ওভারে ফের আক্রমণে এসেছিলেন তাসকিন। এই ওভারে দাপট দেখিয়ে ৬ রান খরচ করেন লাল-সবুজের এই প্রতিনিধি। তবে শেষ ওভারে খানিকটা খরুচে ছিলেন তাসকিন। শেষ পর্যন্ত ৩৪ রান খরচায় ১ উইকেট তুলে নিজের ওভারের কোটা শেষ করেন তাসকিন।

শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যামিওতে ম্যাচ জয়ের আশা দেখচ্ছিল ক্যান্ডি। তবে শেষ বলে মেলেনি ৩ রানের সমীকরণ। ১৪ বলে ৩৩ রান করে ম্যাথিউস প্যাভিলিয়নের পথ ধরলে ২ রানে হারের স্বাদ পায় ক্যান্ডি। 

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে কলম্বোর দুই ওপেনার গুরবাজ ও প্যারেরা। তবে ১০ বলে ২০ রানেই আফগান ওপেনারকে ফিরতে হয়। অন্যপ্রান্তে ২৩ বলে ৩৮ রানে ফেরেন প্যারেরা।

এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন সাদিরা সামারাবিক্রমা (৫), দুনিথ ওয়েল্লালাগে (৬) এবং থিশারা প্যারেরা (৬)। তবে একপ্রান্ত আগলে রাখেন গ্রিন ফিলিপস। এরপর ৩২ বলে দুর্দান্ত ফিফটিও তুলে নেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৪৩ বলে ৭০ রানে ফেরেন কিউই এই ব্যাটার।

শেষদিকে শাদাবের ২৩ ও করুণারত্নের ১৩ রানের ক্যামিওতে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় পুঁজি পেয়েছিল কলম্বো।

ক্যান্ডির হয়ে দুশমন্থ চামিরা সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন। এ ছাড়া শরিফুল এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা দুটি করে এবং দাসুন শানাকা ও ডি সিলভা একটি করে উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App