×

খেলা

ব্রাজিলের লক্ষ্য ‘পরবর্তী বিশ্বকাপ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৫:৪০ পিএম

ব্রাজিলের লক্ষ্য ‘পরবর্তী বিশ্বকাপ’

ছবি- সংগৃহীত

   

সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ব্যর্থতার অধ্যায়ে নাম লেখাচ্ছে ব্রাজিল। সবশেষ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সেলেসাওরা। এরপর থেকে একের পর এক পরাজয়ের গ্লানি সঙ্গী হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। 

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর এবার কোপা আমেরিকার শেষ আট থেকেও বিদায় ঘণ্টা বাজল তাদের। এবার টুর্নামেন্ট জুড়ে নিখুঁত ফিনিশিং, মধ্যমাঠের দুর্বলতাসহ নানান সমন্বয়হীনতা দেখা গেছে। তবে সব কিছু ছাপিয়ে আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টকেই লক্ষ্য হিসেবে দেখছেন সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র।

রবিবার (৭ জুলাই) উরুগুয়ের বিপক্ষে হারের পর সেলেসাও কোচের ভাষ্য, ‘এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার কিংবা পুনর্গঠনের প্রক্রিয়া চলছে এখন। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এই পথচলায় যত প্রতিবন্ধকতা আসবে, সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে, একটি নক-আউট ম্যাচে আমরা হেরে গেছি এবং এটা আমাদের প্রত্যাশিত ছিল না।’ 

দরিভাল জুনিয়রের মন্তব্য, ‘টুর্নামেন্টের শুরুর দিকে বেশকিছু সমস্যা ছিল, পরে অনেক ভুল আমরা ঠিকঠাক করে নিয়েছি। এই অল্প সময়ে প্রক্রিয়াটা গতিময় করার কাজটি কঠিন ছিল। আমার মনে হয়, সামনে সেই সময়টা আমরা পাব।’

৬২ বছর বয়সী এই কোচ যোগ করেন, ‘আবারও বলছি, আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতি করার অনেক জায়গা আছে। আপাতত আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন আমরা পয়েন্ট তালিকায় (বাছাইপর্বে) ছয় নম্বরে আছি এবং তা নিয়ে মোটেও স্বস্তিতে নেই আমরা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App