রেকর্ড বুকে লিওনেল মেসি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৯:০৮ এএম

মেসি
ফুটবলের প্রায় সব রেকর্ডেই জড়িয়ে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে নিজের একমাত্র অপূর্ণতাও মিটিয়েছেন। তবুও নতুনের খোঁজে প্রতিনিয়ত ছুটছেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।
চলতি কোপা আমেরিকায় সেমিফাইনালের আগপর্যন্ত গোলবঞ্চিত ছিলেন মেসি। একের পর এক সুযোগ পেয়েও তা লুফে নেওয়া হয়নি। এতে অনেকেই আর্জেন্টাইন এ ম্যাজিশিয়ানের শেষটা দেখে ফেলেছিলেন। তবে বয়সের ভারে হারিয়ে যাননি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। অবশেষে কোপার সেমিফাইনালে গোলে ফিরলেন তিনি। গড়লেন নতুন নতুন রেকর্ড।
ম্যাচের ৫১তম মিনিটে অ্যাঞ্জো ফার্নান্দেজের গোলমুখে শট থেকে পা ছুঁইয়ে নিজের প্রথম গোল আদায় করে নেন এই তারকা। গোলের পর খানিকটা বিতর্ক হয়েছিল, অফসাইড প্রসঙ্গে। জটলার মাঝে পা ছোঁয়ানোর সময় মেসি অফসাইড ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। পরে ভিএআরের সাহায্যে নিশ্চিত হয় মেসির গোল।
লাতিন আমেরিকায় এ নিয়ে ১৪তম গোল করলেন আর্জেন্টাইন ম্যাজিশিয়ান। এ গোলের পর জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ইরানের কিংবদন্তি আলী দাঈ'র ১০৯ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।
জাতীয় দলের হয়ে ১৮৬ ম্যাচে ১০৯ গোল করলেন মেসি। বিশ্বকাপজয়ী এ অধিনায়কের সামনে এখন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩০ গোল নিয়ে সবার ওপরে আছেন সিআর সেভেন।
এ গোলের পর ৩৮টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে গোল করলেন মেসি। অন্যদিকে প্রতিযোগিতামূলক খেলায় ২১টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে স্কোরশিটে নাম লিখিয়েছেন তিনি।
এদিকে আজকের গোলের পর আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে আছেন মেসি। তার ওপরে আছেন স্বদেশী নরবার্তো মেন্ডেজ এবং ব্রাজিলের জিজিনহো।