×

খেলা

পুলিশের গুলিতে আহত ব্রাজিলিয়ান গোলরক্ষক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৭:৫২ পিএম

পুলিশের গুলিতে আহত ব্রাজিলিয়ান গোলরক্ষক

ছবি: সংগৃহীত

   

অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হয়েছে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা গোইয়ানো চ্যাম্পিয়নশিপ। পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির জেরে গোলরক্ষক র‌্যামন সুজাকে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বুধবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। এর আগে, সেন্ট্রো ওয়েস্তের বিপক্ষে ২-১ গোল ব্যবধানে হেরেছে সুজার দল গ্রেমিও অ্যানাপলিস।

ম্যাচ শেষে বাদানুবাদে জড়ান গ্রেমিও এবং সেন্ট্রোর ফুটবলাররা। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দলের ফুটবলারদের বুঝানোর চেষ্টা করে স্থানীয় পুলিশ। এরই মাঝে গ্রেমিও’র এক ফুটবলারকে ধাক্কা দিয়ে বসেন প্রতিপক্ষ দলের আরেক ফুটবলার। এ ঘটনায় সুজাও চড়াও হলে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

প্রতিবেদনে গ্লোবো আরও জানিয়েছে, খুব কাছ থেকে গুলি তাক করে সুজার পায়ে শট নেন পুলিশ অফিসার। তাৎক্ষণিকভাবে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেন গ্রেমিও টিম চিকিৎসক দিয়েগো বেন্তো। এরপর অ্যাম্বুলেন্সে থাকা মোবাইল আইসিইউতেও তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

এদিকে জোনাস দুয়ার্তে স্টেডিয়ামের এ ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ, গোইয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাদেশিক পুলিশ।

বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে প্রশাসনিক সব বিধি অনুসরণ করে কঠোরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা হবে। এ কাজে পুলিশ যথাযথ আইন মেনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে যাতে কেউ এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে, এমন আদেশও দেওয়া হয়েছে।’

এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘মিলিটারি পুলিশের এই ধরনের আচরণ নিরাপত্তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের পক্ষ থেকে যে কাউকে শারীরিকভাবে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।’ 

অন্যদিকে ওই পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App