স্থগিত বাফুফের নির্বাচনী সভা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৮:২৫ পিএম

বাফুফের সভা
গত ২৯ জুন বার্ষিক সাধারণ সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সভায় নারী লিগের ৪ কাউন্সিলের জন্য প্রায় ৫০ লাখ টাকা খরচ করেছিল বাফুফে। কয়েকজন কর্মকর্তার ওই চারটি ভোট নিশ্চিত হবার পর নির্বাচন নিয়ে নির্বাহী সভার আহ্বান করে বাফুফে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে সভার মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচনের দিন-ভেন্যু নির্ধারণ। সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে নির্বাচনে আগ্রহী বাফুফের বেশ কয়েকজন। অনেকেই আবার মেয়াদ শেষের আগে নির্বাচনে আগ্রহী না। শনিবারই সব কিছু নির্ধারণ করা হতো। তবে সভার ৪৮ ঘণ্টা আগেই তা স্থগিত করা হয়েছে। শনিবার সভা স্থগিত হলেও আগামী সপ্তাহেই বাফুফের বহুল কাঙ্ক্ষিত এই সভা হতে পারে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে নির্বাহী কমিটির সদস্যদের খুদে বার্তার মাধ্যমে সভা স্থগিতের বিষয়টি জানায় বাফুফে সচিবালয়।
আনুষ্ঠানিকভাবে স্থগিতের কারণ না জানালেও অনেকেই ধারণা করছেন, শনিবার (১৩ জুলাই) বিকেলে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রয়েছে। সেই ফাইনালে উপস্থিত হতে পারেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, এজন্যই সভা স্থগিত করা হয়েছে।