আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনালে ৫ ব্রাজিলিয়ান রেফারি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১০:৪৯ এএম

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। ছবি : সংগৃহীত
কোপার ১৬তম শিরোপা জয়ের মাধ্যমে টুর্নামেন্টের এককভাবে সর্বোচ্চ শিরোপার মালিক হতে প্রস্তুত আর্জেন্টিনা। এবার তাদের প্রতিপক্ষ দ্বিতীয় শিরোপার দৌঁড়ে থাকা কলম্বিয়া। সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে গড়াবে ৪৮তম কোপা আমেরিকার ফাইনাল।
তবে এই দুই দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের ৫ জন রেফারিকে দায়িত্ব দেয়া হয়েছে। হাইভোল্টেজ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। তার সঙ্গে থাকছেন আরো চার ব্রাজিলিয়ান।
বৃহস্পতিবার (১১ জুলাই) দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, ক্লাউসের সহকারীর দায়িত্ব পাওয়া দুজন রেফারিও ব্রাজিলিয়ান-ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া।
তবে চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। কিন্তু ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রডোলফো টস্কি। সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলেরই দানিলো মানিস।
আরো পড়ুন : ৮১ হাজার দর্শকের উপস্থিতিতে বার্নাব্যুতে এমবাপ্পের অভিষেক অনুষ্ঠান
এর আগে ২০২০ সালে কাতার বিশ্বকাপ বাছাইয়ে রেফারি রাফায়েল ক্লাউসের সঙ্গে সমস্যা হয়েছিল আজেন্টিনার। প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেয়া, আবার বিরুদ্ধে একটি পেনাল্টি দেয়ায় ক্ষোভ রয়েছে আর্জেনটাইনদের। একই ম্যাচে ১৫ পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি। কারণ গোল বিল্ডআপের ২৭ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন, যা রাফায়েল ক্লাউস লো সেলসো-ভিএআরে দেখেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।
আন্তর্জাতিক ফুটবলে রেফারি হিসেবে ক্লাউস দায়িত্ব পালন করে আসছেন ২০১৫ সাল থেকে। ৪৪ বছর বয়সী এই রেফারিকে দক্ষিণ আমেরিকান ফুটবলে অন্যতম সেরা অফিশিয়াল হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ পরিচালনার পাশাপাশি এবার কোপা আমেরিকাতেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্ব, বিশ্বকাপ কোপা আমেরিকা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, কোপা লিবার্তোদোরেস ও কোপা সুদামেরিকানায় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ক্লাউসের। তাই তাকে এই গুরুদায়ীত্ব দিয়েছে কনমেবল।