পাকিস্তানকে হারিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১০:০০ এএম

ছবি : সংগৃহীত
মাত্র ১৪ দিন আগেই দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এবার ঠিক দু’ সপ্তাহ ব্যবধানে আরও একটি শিরোপা জিতল ম্যান ইন ব্লুরা। লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। এর আগে, গ্রুপ পর্বে দ্য গ্রিন ম্যানদের কাছে পাত্তাই পায়নি ভারত। তবে ফাইনালের মঞ্চে প্রতিশোধের পাশাপাশি শিরোপাও নিজেদের করে নিলো ভারতীয় দল।
শনিবার (১৩ জুলাই) বার্মিংহামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে পাকিস্তান। দলের হয়ে ব্যাট হাতে ৩৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন শোয়েব মালিক।
অন্যদিকে ভারতের হয়ে ৪ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট নেন অনুরীত সিংহ। একটি করে উইকেট নেন বিনয় কুমার, পবন নেগি এবং ইরফান পাঠান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের ১১তম ওভার পর্যন্ত কোনো বিপদ হতে দেননি আম্বাতি রাইডু এবং গুরকিরত সিংহ।
ইনিংসের ১২তম ওভারে ব্যক্তিগত ফিফটির পর প্যাভিলিয়নে ফেরেন রাইডু। পরের ওভারে গুরকিরতও ফেরেন।
এরপর ব্যাটিংয়ে নেমে হাল ধরেন ইউসুফ পাঠান এবং যুবরাজ সিংহ। ইউসুফ পাঠানের ১৬ বলে ৩০ রানের ক্যামিওতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। তবে জয় থেকে ১ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তিনি।
পরে ব্যাট হাতে নেমে বাউন্ডারি হাঁকিয়ে সহজ জয় নিশ্চিত করেন ইরফান পাঠান। এতে আরও একটি ট্রফির স্বাদ পেলো ম্যান ইন ব্লুরা।