×

খেলা

‘পাকিস্তানে খেলোয়াড়রা নিরাপদ নয়, তাদের পাঠাব না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:৩৮ পিএম

‘পাকিস্তানে খেলোয়াড়রা নিরাপদ নয়, তাদের পাঠাব না’

ছবি- সংগৃহীত

   

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ দলের এই টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক পাকিস্তান। দ্য গ্রিন ম্যানরা বৈশ্বিক এই টুর্নামেন্টের আয়োজক হওয়াতেই বেঁধেছে বিপত্তি। পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারত। গত বছর এশিয়া কাপেও সেখানে যায়নি ম্যান ইন ব্লুরা। 

ভারত দেশটিতে যেতে না চাওয়ায় হাইব্রিড মডেলে গড়ায় ৬ জাতির টুর্নামেন্টটি। ফলে পাকিস্তানকে লোকসান গুনতে হয়েছিল। কিন্তু এবার সেই ভুল করতে চায় না পাকিস্তান। ভারতকে দেশটিতে খেলানোর জন্য বাড়তি নিরাপত্তা দেওয়াসহ তাদের সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তা দিয়েছে পিসিবি। কিন্তু এতেও রাজি না ভারত। পাকিস্তানের মাটিতে পা না রাখতে অনড় অবস্থানে রোহিত-কোহলিরা। 

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আইসিসি এবার ভারতের দাবির কাছে নতিস্বীকার করবে না। শেষ পর্যন্ত ভারত যদি পাকিস্তানে খেলতে নাই যায়, আর আইসিসি যদি পাকিস্তানের প্রস্তাব মেনে নেয়; তাহলে ভারতকে বাদ দিয়েই মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি।

এদিকে সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। তার দাবি, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না ভারত। পাকিস্তানে তাদের খেলোয়াড়রা নিরাপদ নয়।

সাবেক এই অফস্পিনারের ভাষ্যমতে, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে, আমরা দল পাঠাব না। যদি খেলতে চান, খেলুন, না বলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৫০ ওভারের ফরম্যাটের এই প্রতিযোগিতা চলবে। যেখানে আয়োজক পাকিস্তানসহ ৮টি দেশ অংশ নেবে। ইতোমধ্যে এই টুর্নামেন্টের খসড়া সূচিও আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App