ইউরোয় কে কোন পুরস্কার জিতলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৪:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
লাল রঙেই রঙিন হলো ইউরোর ১৭তম আসর। ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জিতল স্পেন। সেই সঙ্গে এক যুগের শিরোপা খরাও কাটল স্প্যানিশদের। অন্যদিকে ৫৮ বছরের আক্ষেপে আরও একবার পুড়ল ইংলিশরা।
রবিবার (১৪ জুলাই) জার্মানির বার্লিনে ইংলিশদের ২-১ গোলে হারায় স্প্যানিশরা। স্পেনের হয়ে গোল করেন নিকো উইলিয়ামস ও মিকেল অরিজাবাল। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন কোলে পালমার।
টুর্নামেন্টের ফাইনালের পর এবার ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, কে কোন পুরস্কার পেয়েছেন। কিংবা চ্যাম্পিয়ন স্পেন এবং রানার্স-আপ ইংল্যান্ড কত টাকা নিয়েই বাড়ি যাচ্ছে।
একনজরে কে কত টাকা ও কি পুরস্কার পেল
চ্যাম্পিয়ন : স্পেন, ২৮ দশমিক ২৫ মিলিয়ন ইউরো
রানার্সআপ : ইংল্যান্ড, ২৪ দশমিক ২৫ মিলিয়ন ইউরো
প্লেয়ার অব দ্য ম্যাচ : নিকো উইলিয়ামস (স্পেন)
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : রদ্রি (স্পেন)
উদীয়মান ফুটবলার : লামিন ইয়ামাল (স্পেন)
সেরা গোলকিপার : মাইক মাইগনান (ফ্রান্স)
গোল্ডেট বুট : হ্যারি কেইন (ইংল্যান্ড), দানি ওলমো (স্পেন), কডি গাকপো (নেদারল্যান্ডস), জামাল মুসিয়ালা (জার্মানি), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), ইভান শ্রানজ (স্লোভাকিয়া)