অবসরের ঘোষণা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৯:০৭ এএম

ছবি: সংগৃহীত
ইউরো-২০২৪ থেকে হতাশাজনক বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার অলিভিয়ের জিরুদ। তরুণ প্রজন্মকে সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে ইউরো শুরুর আগেই এক সাক্ষাৎকারে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’কে নিজের অবসরের বিষয়ে জানিয়েছিলেন এই তারকা ফুটবলার। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছিলেন, শেষবারের মতো আসন্ন ইউরোতে খেলছেন তিনি।
ফরাসিদের জার্সিতে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচে খেলেছেন চেলসির এই ফরোয়ার্ড। ফ্রান্সের জার্সিতে করেছেন ৫৭টি গোল। তবে ইউরোর সেমিফাইনালে স্পেনের সঙ্গে ফরাসিদের পরাজয়ে নিজের শেষটা দেখে ফেলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সী এই ফুটবলারের মন্তব্য, একটি পৃষ্ঠা এখন ঘুরছে। আমি অন্য অ্যাডভেঞ্চারের দিকে উড়ে যাচ্ছি। আমি এখন থেকে লা ব্লুজদের প্রথম সমর্থক হয়ে উঠছি। এই ফরাসি দলকে আমি ১৩ বছর ধরে সার্ভিস দিয়েছি, যা আমার হৃদয়ে চিরকাল খোদাই করে থাকবে। এটি আমার সবচেয়ে বড় গর্ব এবং আমার সবচেয়ে সুন্দর স্মৃতি।
এদিকে এই গ্রীষ্মে এমএলএসের এলএএফসি-তে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন এসি মিলানের সাবেক এই ফরোয়ার্ড। তবে নতুন ক্লাবে অভিষেকের আগে ক'দিন ছুটি নেবেন তিনি।