×

খেলা

ফাইনালে বিশৃঙ্খলা, কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১০:৩২ এএম

ফাইনালে বিশৃঙ্খলা, কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

   

নানান নাটকীয়তার পর অবশেষে পর্দা নেমেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। ফাইনালে অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে লাওতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা উল্লাসে মাতেন আলবেসেলেস্তেরা। এতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পাশাপাশি রেকর্ড ১৬তম ট্রফি নিজের ঝুলিতে পুরেছে আকাশি-নীল শিবির।

এদিকে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে দর্শকদের সৃষ্ট বিশৃঙ্খলায় প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট পর মাঠ গড়ায় শিরোপা নির্ধারণী ফাইনাল। বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকতে চাইলে তাদের কেউ কেউ পুলিশের হাতে আটক হন। এবার এই ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুনকে গ্রেপ্তার করা হয়েছে। রামোন জেসুরুন এবং তার ছেলে রামন জামিল জেসুরুনের পাশাপাশি ২৭ জন গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেতে পারেন জেসুরুন। এজন্য তাকে ২ হাজার ডলার এবং তার ছেলেকে ১ হাজার ডলার জরিমানা দিতে হতে পারে।

বার্তাসংস্থাকে মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন বলেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, হেসুরুন ও তার ছেলের ঘটনাটি ঘটেছে ম্যাচের পর মাঠে প্রবেশের টানেলে। ওই টানেলেই উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। সে সময়ে হেসুরুন ও তার ছেলেকে সেখানে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। 

পুলিশ জানিয়েছে, দেরি হওয়ায় ‘বিরক্ত হয়ে’ নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক শুরু করেন দুজন।

অন্যদিকে কলাম্বিয়ান দর্শক-সমর্থকদের এমন আচরণে নিন্দা জানিয়েছে কনমেবল। এ ছাড়া ফাইনালের আগে মাঠের বাইরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কোপার আয়োজক সংস্থাটি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App