×

খেলা

পাকিস্তানকে হারিয়ে ‘বিতর্কিত’ নাচ, থানায় অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১১:১৯ এএম

পাকিস্তানকে হারিয়ে ‘বিতর্কিত’ নাচ, থানায় অভিযোগ

ছবি : সংগৃহীত

   

লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত। গ্রুপ পর্বে দ্য গ্রিন ম্যানদের কাছে পাত্তা না পেলেও ফাইনালের মঞ্চে প্রতিশোধের পাশাপাশি শিরোপাও নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া। তবে শিরোপা উদযাপন করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন যুবরাজ সিং, হরভজন সিং ও সুরেশ রায়নারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম রিলসে ‘তওবা-তওবা’ গানের তালে নেচেছেন যুবরাজ, হরভজন-রায়নারা। তাদের নাচের ধরন নিয়েই বিতর্ক হচ্ছে। এ ঘটনায় তাদের নামে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

শিরোপা উদযাপনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন হরভজন। সেখানে গানের তালে তালে তাদের খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। সেখানে বলিউড অভিনেতা ভিকি কৌশলকেও ট্যাগ করা হয়। মূলত এই গানটি তারই একটি সিনেমার।

এ ঘটনায় নেটিজেনদের অনেকেই ক্ষোভ দেখিয়েছেন। অভিযোগ উঠেছে, এই নাচের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের উপহাস করেছেন তারা। হরভজনদের আচরণে সরাসরি নিন্দাও জানিয়েছেন প্যারা ব্যাডমিন্টন তারকা মানসী যোশি। তার দাবি, পোলিও আক্রান্ত বা শারীরিক প্রতিবন্ধীদের হাঁটার ধরন নিয়ে বিদ্রূপ করার মধ্যে বীরত্বের কিছু নেই।

এ ঘটনা এখানেই শেষ না। যুবরাজ-হরভজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ন্যাশনাল সেন্টার ফর প্রমোশন অফ এমপ্লয়মেন্ট ফর ডিজেবল্ড পিপলের (এনসিপিইডিপি) নির্বাহী পরিচালক আরমান আলি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে হরভজনও নিজেদের স্বপক্ষে যুক্তি দিয়েছেন। এক টুইটে সাবেক এই ভারতীয় স্পিনার জানান, ‘ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ জেতার পরে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করা তওবা-তওবা ভিডিওটি নিয়ে যারা অভিযোগ করছেন, তাদের উদ্দেশে এটা স্পষ্ট করে দিতে চাই যে আমরা কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমরা প্রত্যেক ব্যক্তি ও সম্প্রদায়কে সম্মান করি। আসলে ১৫ দিনে টানা ক্রিকেট খেলার পরে আমাদের শারীরিক অবস্থা কেমন ছিল, সেটা বোঝানোর জন্যই ওটা করা হয়েছিল।’

তিনি আরও জানান, ‘কাউকে কষ্ট দেওয়া বা অসম্মান করা আমাদের উদ্দেশ ছিল না। এরপরও যদি কারও মনে হয় যে আমরা ভুল করেছি, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। দয়া করে বিষয়টি এখানেই শেষ করা হোক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App