অলিম্পিক ভিলেজে যৌনতা আটকাতে বিশেষ বিছানা!

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৩:২৫ পিএম

অলিম্পিক ভিলেজে যৌনতা আটকাতে বিশেষ বিছানা। ছবি: সংগৃহীত
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অর্থাৎ অলিম্পিক শুরু হয়েছে শুক্রবার থেকে। বিশ্বের সবচেয়ে বড় এই স্পোর্টস ইভেন্ট শুরু হয়েছে প্যারিসে। এর আগে সর্বশেষ অলিম্পিকের আসর বসে ২০২১ সালে জাপানে। ওই অলিম্পিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে অলিম্পিক ভিলেজে অ্যাথলেটদের অন্তরঙ্গ হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়।
এ জন্য অলিম্পিক ভিলেজে তৈরি করা হয় বিশেষ বিছানা। যেটিকে বলা হয় যৌনতা প্রতিরোধী বিছানা। এবছর প্যারিস অলিম্পিকেও একই ধরনের বিছানা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ৩ বছর আগে টোকিওতে ওই বিছানা নিয়ে আপত্তি করেন প্রতিযোগীরা। তাদের অভিযোগ, এই ধরনের বিছানা শোয়ার জন্য মোটেই স্বাচ্ছন্দ্যের নয়। প্যারিস অলিম্পিকের আয়োজকরা অবশ্য সে কথায় মোটেও কান দেননি।
আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রাইস ম্যাকলেনাঘান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোষ্ট করেছেন। সেখানে তিনি বলেন, ‘গতবারও আমি বিছানা পরীক্ষা করেছিলাম। সে বার আমার পরীক্ষায় পাশ করেছিল এই বিছানা। সে বার হয়তো আমি খুব বেশি কঠিন পরীক্ষা নেইনি।’
অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাভিলে এবং এলেন পেরেজ সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেন। সেখানে তারা গেমস ভিলেজের বিছানা কতটা পোক্ত তা পরীক্ষা করে দেখেন। সাভিলেদের দেখা যায় বিছানার ওপর লাফাতে, অনুশীলন করতে। তারা ভিডিও পোস্ট করে লেখেন, ‘গেমস ভিলেজে কার্ডবোর্ডের তৈরি বিছানা পরীক্ষা করে দেখছি।’
অলিম্পিক ভিলেজে অ্যাথলেটদের জন্য কার্ডবোর্ডের তৈরি বিছানা দেয়ার পেছনে অন্য উদ্দেশ্য আছে বলে গুঞ্জন রয়েছে। কিছু প্রতিযোগীর মধ্যে সন্দেহ, তাদের শোবার জন্য কার্ডবোর্ডের তৈরি বিছানা দেয়ার আসল উদ্দেশ্য যাতে তারা ঘরে সঙ্গী আনতে না পারেন এবং বিছানায় যৌন সংসর্গ করতে না পারেন।
আরো পড়ুন: প্যারিস অলিম্পিকসহ টিভিতে আজ যত খেলা
আরো বলা হয়, কার্ডবোর্ডের বিছানাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজনের বেশি মানুষের ভারে তা ভেঙে পড়ে। তবে বিছানা প্রস্তুতকারকদের দাবি তাদের এই বিছানা ২০০ কেজি পর্যন্ত ওজন নিতে সক্ষম। অলিম্পিকে কোনো প্রতিযোগীর ওজন এর চেয়ে বেশি নয় বলেও তারা উল্লেখ করেন।