×

খেলা

নারী এশিয়া কাপ

বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৫:০০ পিএম

বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ভারত

ছবি- বিসিবি

   

নারী এশিয়া কাপে শিরোপা নির্ধারণী ফাইনালে ওঠার মিশনে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি নিগার সুলতানা জ্যোতির দলের। ব্যাটারদের ‘হ-য-ব-র-ল’পারফরম্যান্সের ম্যাচে মামুলি পুঁজি পেয়েছিল টাইগ্রেসরা। এরপর ভারতীয় দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। জ্যোতি-রাবেয়াদের ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে নাম লিখিয়েছে ভারত।

শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে কোন উইকেট না হারিয়ে ৫৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ছোট সংগ্রহ দাঁড়ায় নেমে দেখেশুনেই খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। শেষ পর্যন্ত তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টিম ইন্ডিয়া।

৩৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন স্মৃতি। অন্যপ্রান্তে ২৮ বলে ২ চারে ২৬ রান করে অপরাজিত থাকেন শেফালি। 

এর আগে, ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। দলীয় ৩০ রানের মাথায় ৪ উইকেট খুইয়ে ফেলে টাইগ্রেসরা। 

দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার (৬), ইসমা তানজিম (৮), মুর্শিদা খাতুন (৪) ও রুমানা আহমেদ (১)।

এরপর ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়তে পারেননি রাবেয়াও। পূজা ভাস্ত্রকারের বলে শেফালির মুঠোবন্দি হয়ে ফেরেন এই অলরাউন্ডার।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক জ্যোতিকে যোগ্য সঙ্গ দিতে পারেননি রিতু মণিও। দলীয় ৫০ পেরোনোর আগেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।

শেষ দিকে স্বর্ণাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক জ্যোতি। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫১ বলে ৩২ রানে ধীরগতির ইনিংস সাজান টাইগ্রেস অধিনায়ক। শেষ পর্যন্ত রিতুর ১৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের পুঁজি পায় বাংলাদেশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App