নারী এশিয়া কাপ
টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

ছবি- সংগৃহীত
চলমান নারী এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। অন্যদিকে অপরাজিত তমকা গায়ে জড়িয়েই ফাইনালে পা রেখেছে শ্রীলঙ্কা। এবার কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে দল দুটি। শিরোপা নির্ধারণী ফাইনালে একে অপরের মুখোমুখি হবে তারা।
রোববার (২৮ জুলাই) হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
শিরোপা নির্ধারণী ফাইনালে সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিক দল। অচিনি কুলাসুরিয়ার পরিবর্তে শচীনি নিশানশালা একাদশে ফিরেছেন।
ভারতের একাদশ : শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রি, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেণুকা সিং।
শ্রীলঙ্কা একাদশ : বিশমি গুনারত্নে, চামারি আথাপাথু (অধিনায়ক), হর্ষিতা সামারাবিক্রমা, কবিশা দিলহারি, নীলাক্ষী ডি সিলভা, আনুশকা সঞ্জীওয়ানি (উইকেটরক্ষক), হাসিনি পেরেরা, সুগান্দিকা কুমারী, ইনোশি প্রিয়দর্শনী, উদেশিকা প্রবোধনী, নিশানানি, নিশানা।